1/ 7


দিল্লি বিধানসভা নির্বাচনের রেজাল্ট যতই এগোচ্ছে ততই এগিয়ে যাচ্ছে আপ। এই মুহূর্তে অ্যাপ জিতেছে ৩৫টি আসনে আর এগিয়ে রয়েছে ২৮ আসনে।
3/ 7


আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দলের সমর্থকদের নির্দেশ দিয়েছেন, কেউ যেন বাজি না পোড়ান৷ কারণ দিল্লির দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে৷
4/ 7


বিজলি-পানি-সড়কেই ফের দিল্লির দিল জিতে নিলেন কেজরিওয়াল। ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিক থেকে সরকারি স্কুল, কেজরি মডেলেই ফের যমুনার বৈতরণী পার করল আম আদমি পার্টি।