IMD Winter Update: বৃষ্টির ভোগান্তি শেষ...অবশেষে আসছে শীত! পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে, কবে?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহের বুধ বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে, দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদহ ও উত্তর দিনাজপুরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া না থাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই বাংলার উপকূলে।
advertisement
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদহ এবং দিনাজপুরে। আগামী ২৪ এ ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা৷ আংশিক মেঘলা আকাশ। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা৷ এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
advertisement
advertisement
শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
advertisement
আগামিকাল থেকে বৃষ্টি হবে না৷ আগামিকাল থেকে পরিষ্কার আকাশ৷ ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি কমবে৷ ফলে আগামিকাল থেকেই শীতের আমেজ৷ ১০, ১১ ডিসেম্বরের পর থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে৷ নভেম্বরের মাসেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল৷ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে