ঘূর্ণিঝড় 'মন্থা' শক্তি হারালেও রেহাই নেই! ফের ঘনাচ্ছে আরও এক নিম্নচাপ! দেশের বেশ কিছু রাজ্যে দুর্যোগ! শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায়!

Last Updated:
ভারতীয় মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় 'মন্থা' ক্রমেই দুর্বল হয়ে পড়লেও তা এখনও ছত্তিসগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।
1/6
 ভারতীয় মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় 'মন্থা' ক্রমেই দুর্বল হয়ে পড়লেও তা এখনও ছত্তিসগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।
ভারতীয় মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় 'মন্থা' ক্রমেই দুর্বল হয়ে পড়লেও তা এখনও ছত্তিসগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।
advertisement
2/6
সাইক্লোন মন্থার দাপটে দিঘায় সমুদ্রের দাপাদাপি
মৌসম ভবন সূত্রে খবর ওই সিস্টেমটি মূলত উত্তর-পশ্চিমদিকে আরও এগিয়ে ক্রমেই শক্তি ক্ষয় করবে। এরমধ্যেই আরবসাগরে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে যা ক্রমে উত্তরদিকে ৩ কিমিপ্রতি ঘণ্টায় এগিয়ে আসছে।
advertisement
3/6
 কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে?<br />বৃষ্টিপাত হতে পূর্ব এবং মধ্য ভারতে একটি গভীর নিম্নচাপ যা দক্ষিণ ছত্তিসগড়ের উপর বিস্তৃত। এরফলে ওই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে?বৃষ্টিপাত হতে পূর্ব এবং মধ্য ভারতে একটি গভীর নিম্নচাপ যা দক্ষিণ ছত্তিসগড়ের উপর বিস্তৃত। এরফলে ওই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
মঙ্গলবার মাঝরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের প্রথম ভাগ রাত দশটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগ ছুঁয়েছে। মূল ল্যান্ডফল প্রক্রিয়া সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সম্পূর্ণ হয়। 'সুপার সাইক্লোন' বা প্রবল ঘূর্ণিঝড় হিসাবে দক্ষিণ কাকিনাড়ার কাছে নার্সাপুরে ল্যান্ডফল হয় মন্থার। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
একই সঙ্গে গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন গুজরাতের উপকূল অঞ্চলে ৬৫ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
advertisement
5/6
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় মন্থা। বিশাখাপত্তনম থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। কাকিনাড়া থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার প্রবল বৃষ্টিপাতের ফলে ধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
6/6
বর্তমানে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। শক্তি হারিয়ে সেটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং গতিবেগ ৯০ থেকে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বুধবার দুপুরের মধ্যেই শক্তি হারিয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর এটি গভীর নিম্নচাপ হিসেবে ছত্রিশগড় পর্যন্ত পৌঁছবে। তার পরেও নিম্নচাপ হিসেবে অবস্থান করবে বিহার ঝাড়খণ্ড-সহ সংলগ্ন এলাকায় অবস্থান।
একইসঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement