Huge Salary: ‘১ কোটি টাকা স্যালারি নেবে, কিন্তু কাজের বেলায়’ - ভারতীয় ইঞ্জিনিয়ারদের নক্কারজনক আক্রমণ, তোলপাড়া সোশ্যাল মিডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Huge Salary: ভারতীয়রা নাকি খারাপ মনবৃত্তি নিয়ে কাজ করেন, এত্ত এত্ত টাকা নিয়েও কাজের বেলায় নাকি ফাঁকিবাজ...
: ভারতীয় সিইও-র উল্টো কথা সোশ্যাল মিডিয়ায় সবেগে ভাইরাল হচ্ছে৷ অ্যাকাউন্ট এক্সে লিখেছেন যে অনেক ভারতীয় ইঞ্জিনিয়ার বার্ষিক ১ কোটি টাকার প্যাকেজ সত্ত্বেও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত নন। সিইওর এই বক্তব্যের পরই এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই সিইও কে এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের সম্পর্কে এই ধরনের মতামত তিনি কীভাবে দিয়েছেন তা নিয়ে তোলপাড় হচ্ছে দুনিয়া৷
advertisement
advertisement
তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে তাঁর বাবা এবং মা দুজনেই সরকারি শিক্ষক এবং তাঁরা এখনও সপ্তাহে ৬ দিন কাজ করেন। বরুণ লিখেছেন যে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলীরা ৬ থেকে ৮ ঘণ্টা কাজের জন্য বাৎসরিক ১ কোটি টাকার প্যাকেজ পান, কিন্তু তারপরও অনেক ভারতীয় ইঞ্জিনিয়াররা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত নন। শুধু তাই নয়, বিপুল সংখ্যক প্রকৌশলী রয়েছে যারা সপ্তাহে ছয় দিন কাজ করতে রাজি নন।
advertisement
advertisement
নেটিজেনরা ক্ষেপে আগুন- মানুষ লিখেছ-সেসব দিন চলে গেছেআমেরিকান টেক কোম্পানি গিগা এমএল-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বরুণ ভুম্মাদির পোস্টে প্রচুর মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। তার পোস্টে ডঃ দীপক কৃষ্ণমূর্তি নামে একজন নেটিজেন লিখেছেন যে 'ক্ষেত্র যাই হোক না কেন, আমার মতে উচ্চ বেতন এবং ২৪×৭ কাজের দিন চলে গেছে। সপ্তাহে পাঁচ দিন এবং দিনে আট ঘণ্টা কাজ করা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপযোগী এবং উৎপাদনশীলতাও বাড়ায়।'
advertisement