চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর! শীঘ্রই শুরু হতে চলেছে বিপুল কর্মী নিয়োগ
Last Updated:
আপনি যদি আইটি বা ফার্মা গ্র্যাজুয়েট হন এবং চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য রেয়েছে সুখবর ৷ কারণ আগামী দিনে এই দুটি সেক্টর বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ৷ আইটি সেক্টরে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে নিয়োগ ৷ পাশাপাশি ফার্মা গ্র্যাজুয়েটজের জন্যেও রয়েছে চাকরির সুযোগ ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুটি সেক্টরেই দারণ চাকরির সুযোগ রয়েছে ৷
advertisement
২০১৯ অর্থবর্ষের প্রথমে কোর্য়াটারে প্রায় ২৪০০০ নিয়োগের সম্ভাবনা রয়েছে ৷ ২০১৮ সালে এই সেক্টরে মাত্র ১৩০০০ নিয়োগ হয়েছে ৷ আগামী ৩ বছরে এই সেক্টরে কর্মসংস্থান বাড়বে বলে অনুমান করা হচ্ছে ৷ TCS, Cognizant, HCL, Infosys এবং Wipro তে এই মুহূর্তে চাকরির ভালো সুযোগ রয়েছে ৷ সম্প্রতি TCS ৫.৬ কোটি ডলারের চুক্তি পেয়েছে ৷ অন্যদিকে উইপ্রো ১.৬ বিলিয়ন ডলারের কনট্র্যাক্ট রয়েছে ৷
advertisement
advertisement
advertisement