Top Maoist Commander Madvi Hidma Killed: ‘গ্রে হাউন্ডে’র দুর্দান্ত অপারেশন! ৩৪ ঘণ্টা, ছোট দল, আর...৪ ঘণ্টায় নিকেশ মাও কম্যান্ডার হিডমা

Last Updated:
বছরের পর বছর ধরে দণ্ডকারণ্যের অরণ্যেই থেকেছে এই মাও নেতা৷ দ্রুত ক্যাম্প বদল, তৃণমূল স্তরে অসাধারণ নেটওয়ার্ক এবং সর্বোপরি বিশ্বস্ত দল, যাদের কেউ ফোন বা মোবাইল ব্যবহার করে না, তাদের নিয়ে চলাফেরা- এসবই হিডমাকে আড়ালে রাখতে সাহায্য করেছে৷ বার বার হানা দিয়ে ফাঁকা ঘাঁটিতে গিয়ে পৌঁছতে হয়েছে সুরক্ষাবাহিনীর জওয়ানদের৷ অবশেষে, এল সাফল্য৷
1/7
অন্ধ্রপ্রদেশ: ৩৪ ঘণ্টার একটানা নজর রেখে যাওয়া, তারপর ৪ ঘণ্টার একটা অপারেশন৷ কেন্দ্রীয় বাহিনীর হাতে খতম ‘টপ মোস্ট’ মাওবাদী নেতাদের মধ্য অন্যতম মাডবী হিডমা৷ সেই মাডমী যে কি না হাতের তালুর মতো চিনত দণ্ডকারণ্যের গহিন জঙ্গল, যার মাথার দাম ছিল ১ কোটি, কম করে ২৬টা মাওবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল যার নাম৷ মঙ্গলবার রাত ২টো থেকে শুরু করা অপারেশনে তাকে নিকেশ করে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিশেষ দল৷
অন্ধ্রপ্রদেশ: ৩৪ ঘণ্টার একটানা নজর রেখে যাওয়া, তারপর ৪ ঘণ্টার একটা অপারেশন৷ কেন্দ্রীয় বাহিনীর হাতে খতম ‘টপ মোস্ট’ মাওবাদী নেতাদের মধ্য অন্যতম মাডবী হিডমা৷ সেই মাডভি যে কি না হাতের তালুর মতো চিনত দণ্ডকারণ্যের গহিন জঙ্গল, যার মাথার দাম ছিল ১ কোটি, কম করে ২৬টা মাওবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল যার নাম৷ মঙ্গলবার রাত ২টো থেকে শুরু করা অপারেশনে তাকে নিকেশ করে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিশেষ দল৷
advertisement
2/7
কীভাবে চালানো হয়েছে এই অপারেশন?বছরের পর বছর ধরে দণ্ডকারণ্যের অরণ্যেই থেকেছে এই মাও নেতা৷ দ্রুত ক্যাম্প বদল, তৃণমূল স্তরে অসাধারণ নেটওয়ার্ক এবং সর্বোপরি বিশ্বস্ত দল, যাদের কেউ ফোন বা মোবাইল ব্যবহার করে না, তাদের নিয়ে চলাফেরা- এসবই হিডমাকে আড়ালে রাখতে সাহায্য করেছে৷ বার বার হানা দিয়ে ফাঁকা ঘাঁটিতে গিয়ে পৌঁছতে হয়েছে সুরক্ষাবাহিনীর জওয়ানদের৷ অবশেষে, এল সাফল্য৷
কীভাবে চালানো হয়েছে এই অপারেশন?বছরের পর বছর ধরে দণ্ডকারণ্যের অরণ্যেই থেকেছে এই মাও নেতা৷ দ্রুত ক্যাম্প বদল, তৃণমূল স্তরে অসাধারণ নেটওয়ার্ক এবং সর্বোপরি বিশ্বস্ত দল, যাদের কেউ ফোন বা মোবাইল ব্যবহার করে না, তাদের নিয়ে চলাফেরা- এসবই হিডমাকে আড়ালে রাখতে সাহায্য করেছে৷ বার বার হানা দিয়ে ফাঁকা ঘাঁটিতে গিয়ে পৌঁছতে হয়েছে সুরক্ষাবাহিনীর জওয়ানদের৷ অবশেষে, এল সাফল্য৷
advertisement
3/7
বাস্তার, সুকমা, দান্তেওয়াড়া থেকে মালকানগিরি পর্যন্ত একাধিক মাওবাদী হামলার মূল কাণ্ডারি ছিল এই হিডমা৷ সম্প্রতি স্থানীয় কিছু সূত্র মারফত ফের হিডমার নতুন ঘাঁটি বা ক্যাম্পের সন্ধান পান গোয়েন্দারা৷ সেই থেকে শুরু হয় পরিকল্পনা৷ তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে হিডমার গতিবিধির উপরে নজর রাখতে শুরু করেন সুরক্ষাবাহিনীর নকশাল-বিরোধী বিশেষজ্ঞেরা৷
বাস্তার, সুকমা, দান্তেওয়াড়া থেকে মালকানগিরি পর্যন্ত একাধিক মাওবাদী হামলার মূল কাণ্ডারি ছিল এই হিডমা৷ সম্প্রতি স্থানীয় কিছু সূত্র মারফত ফের হিডমার নতুন ঘাঁটি বা ক্যাম্পের সন্ধান পান গোয়েন্দারা৷ সেই থেকে শুরু হয় পরিকল্পনা৷ তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে হিডমার গতিবিধির উপরে নজর রাখতে শুরু করেন সুরক্ষাবাহিনীর নকশাল-বিরোধী বিশেষজ্ঞেরা৷
advertisement
4/7
তারপরে, এনকাউন্টারের আগে শেষ ৩৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় হিডমার গতিবিধি৷ তারপরে ছোট একটি দল নিয়ে সোজা ঘাঁটিতে হামলা৷ কিন্তু, এখানেই শেষ নয়...
তারপরে, এনকাউন্টারের আগে শেষ ৩৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় হিডমার গতিবিধি৷ তারপরে ছোট একটি দল নিয়ে সোজা ঘাঁটিতে হামলা৷ কিন্তু, এখানেই শেষ নয়...
advertisement
5/7
সুরক্ষাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই হামলা চালাতে একাধিক স্তর ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলয় রাখা হয়েছিল৷ যাতে কোনও ভাবেই কোনও দিক দিয়ে পালাতে না পারে হিডমা এবং তার সঙ্গীরা, সেই মতো পরিকল্পনা করে সাজানো হয়েছিল বাহিনীর জওয়ানদের অবস্থান৷
সুরক্ষাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই হামলা চালাতে একাধিক স্তর ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলয় রাখা হয়েছিল৷ যাতে কোনও ভাবেই কোনও দিক দিয়ে পালাতে না পারে হিডমা এবং তার সঙ্গীরা, সেই মতো পরিকল্পনা করে সাজানো হয়েছিল বাহিনীর জওয়ানদের অবস্থান৷
advertisement
6/7
এর ফলে হামলার সময়ে একটা ছোট বৃত্তের মধ্যেই হিডমা ও তার সঙ্গীদের আটকে রাখতে পেরেছিল জওয়ানেরা৷ সোমবার রাত ২টোর সময় আল্লুর সীতারামা রাজু জেলার মারেদমিলি জঙ্গলে হিডমার  ঘাঁটিতে হামলা চালায় অন্ধ্রপ্রদেশের বিশেষ মাওবাদী বিরোধী বাহিনী ‘গ্রে-হাউন্ড’৷
এর ফলে হামলার সময়ে একটা ছোট বৃত্তের মধ্যেই হিডমা ও তার সঙ্গীদের আটকে রাখতে পেরেছিল জওয়ানেরা৷ সোমবার রাত ২টোর সময় আল্লুর সীতারামা রাজু জেলার মারেদমিলি জঙ্গলে হিডমার ঘাঁটিতে হামলা চালায় অন্ধ্রপ্রদেশের বিশেষ মাওবাদী বিরোধী বাহিনী ‘গ্রে-হাউন্ড’৷
advertisement
7/7
তারপর সুরক্ষাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে প্রায় ৪ ঘণ্টা৷ সকাল ৬টা পর্যন্ত৷ অপারেশন শেষে মাওবাদী কম্যান্ডার হিডমা ওরফে সন্তোষ ও তার স্ত্রী সহ ৬ জনের দেহ উদ্ধার হয়৷ ওই ঘাঁটিতেই আরেক মাওবাদী কম্যান্ডার  চেল্লুরি নারায়ণা রাও ছিল বলে জানা গিয়েছে৷ তবে সে-ও হামলায় নিহত হয়েছে কি না, তা স্পষ্ট হয়নি এখনও৷
তারপর সুরক্ষাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে প্রায় ৪ ঘণ্টা৷ সকাল ৬টা পর্যন্ত৷ অপারেশন শেষে মাওবাদী কম্যান্ডার হিডমা ওরফে সন্তোষ ও তার স্ত্রী সহ ৬ জনের দেহ উদ্ধার হয়৷ ওই ঘাঁটিতেই আরেক মাওবাদী কম্যান্ডার চেল্লুরি নারায়ণা রাও ছিল বলে জানা গিয়েছে৷ তবে সে-ও হামলায় নিহত হয়েছে কি না, তা স্পষ্ট হয়নি এখনও৷
advertisement
advertisement
advertisement