মধুচন্দ্রিমার রাতেই...! চরম লজ্জাজনক 'কাজ' করে বসল স্বামী, চিৎকার করে উঠল কনে! পায়ের তলা থেকে সরল মাটি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Honeymoon: একে অপরকে ভালোবাসতেন এমন এক দম্পতি বিয়ে করেন। বিয়ের পর প্রথম রাত, অর্থাৎ হানিমুন, প্রতিটি দম্পতির জন্যই বিশেষ। এমনকি আগে থেকে সম্পর্ক থাকলেও প্রত্যেক দম্পতিই এই বিশেষ রাতের অপেক্ষায় থাকেন। আসলে মধুচন্দ্রিমা এমনই এক বিশেষ মুহূর্ত যা নিয়ে প্রত্যেক সঙ্গীর মনেই থাকে নানা স্বপ্ন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর কিছুদিন এক সঙ্গে থাকার পর, নায়েব বুশরাকে ছেড়ে চলে যায়। বুশরা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং শেষ পর্যন্ত পুলিশের কাছে ছুটে যান তিনি। অবশেষে তিনি স্থানীয় চাকেরি থানায় মামলা দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।