তাঁর উচ্চতা আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়। তাই বলে তিনি স্বাভাবিক জীবনে বাঁচতে পারবেন না, এমনটা ভাবার কোনও কারণ নেই। তিনি স্পেশাল। আর স্পেশাল মানুষদের ব্যাপারই আলাদা। মনের জোর আর ইচ্ছশক্তিতে ভর দিয়ে তিনি যেটা চেয়েছিলেন, সেটাই পেলেন শেষমেশ। ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেন গতিপল্লী শিভপল।