আসছে ধ্বংসের দিন, ছিটকে যাবে পৃথিবী সমেত গোটা সৌরমণ্ডল-- দাবি বিজ্ঞানীমহলের

Last Updated:
1/6
নতুন বছরের গোড়াতেই ভয়ঙ্কর খবর ! বিজ্ঞানী মহলের দাবি, আমাদের ছায়াপথে অন্য আরেক ছায়াপথের ধাক্কার জেরে মহাশূন্যে ছিটকে বেরিয়ে যেতে পারে সৌরমণ্ডল।  Photo Source: Collected
নতুন বছরের গোড়াতেই ভয়ঙ্কর খবর ! বিজ্ঞানী মহলের দাবি, আমাদের ছায়াপথে অন্য আরেক ছায়াপথের ধাক্কার জেরে মহাশূন্যে ছিটকে বেরিয়ে যেতে পারে সৌরমণ্ডল। Photo Source: Collected
advertisement
2/6
ডারহ্যাম ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদরা জানিয়েছেন, আমাদের ছায়াপথ ' মিল্কি ওয়ে'-র চারদিকে ঘুরে বেড়ায় একাধিক ছোট আকারের ছায়াপথ। তারমধ্যেই একটির নাম ' লার্জ ম্যাজেলান্টিক ক্লাউড (এলএমসি)'। এই ছায়াপথটিরই মিল্কি ওয়ের সঙ্গে ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে।  Photo Source: Collected
ডারহ্যাম ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদরা জানিয়েছেন, আমাদের ছায়াপথ ' মিল্কি ওয়ে'-র চারদিকে ঘুরে বেড়ায় একাধিক ছোট আকারের ছায়াপথ। তারমধ্যেই একটির নাম ' লার্জ ম্যাজেলান্টিক ক্লাউড (এলএমসি)'। এই ছায়াপথটিরই মিল্কি ওয়ের সঙ্গে ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। Photo Source: Collected
advertisement
3/6
সাধারণত নির্দিষ্ট দূরত্ব থেকে মিল্কি ওয়ে-কে প্রদক্ষিণ করে আকারে ছোট এই ছায়াপথগুলি। কখনও কখনও আবার মিল্কি ওয়ে-র মাধ্যাকর্ষণ শক্তির বাইরেও বেরিয়ে যায়। Photo Source: Collected
সাধারণত নির্দিষ্ট দূরত্ব থেকে মিল্কি ওয়ে-কে প্রদক্ষিণ করে আকারে ছোট এই ছায়াপথগুলি। কখনও কখনও আবার মিল্কি ওয়ে-র মাধ্যাকর্ষণ শক্তির বাইরেও বেরিয়ে যায়। Photo Source: Collected
advertisement
4/6
বিজ্ঞানীরা জানিয়েছেন, এমএলসি-ও এখন মিল্কি ওয়ের থেকে দূরে সরে যাচ্ছে। এই মুহূর্তে মিল্কি ওয়ে থেকে ১ লক্ষ ৬৩ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে এলএমসি। প্রতি সেকেন্ডে ২৫০ মাইল গতিতে দূরে সরে যাচ্ছে। Photo Source: Collected
বিজ্ঞানীরা জানিয়েছেন, এমএলসি-ও এখন মিল্কি ওয়ের থেকে দূরে সরে যাচ্ছে। এই মুহূর্তে মিল্কি ওয়ে থেকে ১ লক্ষ ৬৩ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে এলএমসি। প্রতি সেকেন্ডে ২৫০ মাইল গতিতে দূরে সরে যাচ্ছে। Photo Source: Collected
advertisement
5/6
কিন্তু একটা সময়ে এমএলসি-র দূরে সরে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আমাদের সৌরমণ্ডলের দিকে মুখ করে তীব্রগতিতে ছুটে আসবে এবং আগামী ২৫০ কোটি বছর পর আমাদের মিল্কি ওয়ে-তে এসে ধাক্কা মারবে। Photo Source: Collected
কিন্তু একটা সময়ে এমএলসি-র দূরে সরে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আমাদের সৌরমণ্ডলের দিকে মুখ করে তীব্রগতিতে ছুটে আসবে এবং আগামী ২৫০ কোটি বছর পর আমাদের মিল্কি ওয়ে-তে এসে ধাক্কা মারবে। Photo Source: Collected
advertisement
6/6
মিল্কি ওয়ে-র মধ্যিখানে যে ব্ল্যাক হোল সুপ্ত অবস্থায় রয়েছে, এই সংঘর্ষের ফলে তা সক্রিয় হয়ে উঠবে, রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পাবে প্রায় ১০ গুণ পর্যন্ত! এমনই ধারণা বিজ্ঞানী মহলের। Photo Source: Collected
মিল্কি ওয়ে-র মধ্যিখানে যে ব্ল্যাক হোল সুপ্ত অবস্থায় রয়েছে, এই সংঘর্ষের ফলে তা সক্রিয় হয়ে উঠবে, রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পাবে প্রায় ১০ গুণ পর্যন্ত! এমনই ধারণা বিজ্ঞানী মহলের। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement