Father Daughter: এই মেয়ে দরদে কাঁদিয়েছিল গোটা দেশকে! বাবার জন্য এমনও করা যায়, জানলে মুগ্ধ হবেনই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Father Daughter: বাবা-মেয়ের সম্পর্ক সব সময়ই একটু আবেগ মাখা হয়ে থাকে। রাখি দত্তের ক্ষেত্রেও এমনটাই ছিল। বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে দেখেন তিনি।
advertisement
advertisement
advertisement
এরপরই শুরু হয় জটিল এক অস্ত্রোপচারের আয়োজন। হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয় রাখি দত্তর বাবাকে। কলকাতা থেকে দু’জন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হাজির হন ওই হাসপাতালে। জটিল সেই অপারেশন তারপর শুরু হয় এবং যথাসময়ে নির্বিঘ্নেই তা শেষও হয়। সুস্থ হয়ে ওঠেন রাখির বাবা।
advertisement
advertisement