এরপরই শুরু হয় জটিল এক অস্ত্রোপচারের আয়োজন। হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয় রাখি দত্তর বাবাকে। কলকাতা থেকে দু’জন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হাজির হন ওই হাসপাতালে। জটিল সেই অপারেশন তারপর শুরু হয় এবং যথাসময়ে নির্বিঘ্নেই তা শেষও হয়। সুস্থ হয়ে ওঠেন রাখির বাবা।