Delhi Red Fort Explosion: লাল কেল্লা বিস্ফোরণে এবার তুরস্ক যোগ! বেড়াতে গিয়েছিল অভিযুক্ত ডঃ উমর নবি, ফিরেই বদলে যায় জীবন

Last Updated:
Delhi Red Fort Explosion: নয়াদিল্লিতে লাল কেল্লা বিস্ফোরণে এবার তুরস্ক যোগ। তুরস্কে গিয়েছিল অভিযুক্ত ডাঃ উমর নবি, সেখানে গিয়েই বদলে যায় তার জীবন। সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্রমশ জড়িয়ে পড়ে।
1/5
নয়াদিল্লিতে লাল কেল্লা বিস্ফোরণে এবার তুরস্ক যোগ। তুরস্কে গিয়েছিল অভিযুক্ত ডাঃ উমর নবি, সেখানে গিয়েই বদলে যায় তার জীবন।
নয়াদিল্লিতে লাল কেল্লা বিস্ফোরণে এবার তুরস্ক যোগ। তুরস্কে গিয়েছিল অভিযুক্ত ডাঃ উমর নবি, সেখানে গিয়েই বদলে যায় তার জীবন।
advertisement
2/5
ইংরাজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সূত্রের খবর, অভিযুক্ত উমর নবি দুটো টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিল সেখান থেকেই চিকিৎসক মৌলবাদ এবং সন্ত্রাসবাদে নাম লেখায়। ওই দুই গ্রুপ চালায় জয়শ-ই-মহম্মদের এক পাকিস্তানি সন্ত্রাসবাদী।
ইংরাজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সূত্রের খবর, অভিযুক্ত উমর নবি দুটো টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিল সেখান থেকেই চিকিৎসক মৌলবাদ এবং সন্ত্রাসবাদে নাম লেখায়। ওই দুই গ্রুপ চালায় জয়শ-ই-মহম্মদের এক পাকিস্তানি সন্ত্রাসবাদী।
advertisement
3/5
লাল কেল্লায় যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল, ওই গাড়িটি চালাচ্ছিল ডাঃ নবি। নবির সঙ্গে সেখানে পরিচয় হয় ইমাম ইরফান আহমেদ ওয়াগার। বেশ কয়েক জন চিকিৎসকের মগজধোলায় করার নেপথ্যে এই ওয়াগা রয়েছে বলে মনে করা হচ্ছ।
লাল কেল্লায় যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল, ওই গাড়িটি চালাচ্ছিল ডাঃ নবি। নবির সঙ্গে সেখানে পরিচয় হয় ইমাম ইরফান আহমেদ ওয়াগার। বেশ কয়েক জন চিকিৎসকের মগজধোলায় করার নেপথ্যে এই ওয়াগা রয়েছে বলে মনে করা হচ্ছ।
advertisement
4/5
উমর নবি তুরস্কতেই সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা করে, সেখানে তার সঙ্গে ছিল আল ফালাহ মেডিক্যাল কলেজের আর এক চিকিৎসক মুজাম্মিল। এই সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ানোর পিছনে তুরস্ক সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে ভারতে ফিরেই দেশ জুড়ে সন্ত্রাসের জাল ছড়াতে শুরু করে।
উমর নবি তুরস্কতেই সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা করে, সেখানে তার সঙ্গে ছিল আল ফালাহ মেডিক্যাল কলেজের আর এক চিকিৎসক মুজাম্মিল। এই সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ানোর পিছনে তুরস্ক সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে ভারতে ফিরেই দেশ জুড়ে সন্ত্রাসের জাল ছড়াতে শুরু করে।
advertisement
5/5
সন্ত্রাসবাদীদের ৯-১০ জনের দলটিতে ৫-৬ জন চিকিৎসক ছিলেন বলে মনে করা হচ্ছে। যার মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে উমরের, মুজাম্মিল এবং শাহিনকে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসবাদীদের ৯-১০ জনের দলটিতে ৫-৬ জন চিকিৎসক ছিলেন বলে মনে করা হচ্ছে। যার মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে উমরের, মুজাম্মিল এবং শাহিনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
advertisement