ভারতীয় সেনা অস্বীকার করেছে যে তাদের কোনও সেনাকে চিন আটকে রেখেছিল ৷ সম্প্রতি একটি খবর এসেছে যে ভারত চিনের লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল ৷ এই খবর তৈরি হয় কারণ বেশ দু সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চিন ৷ এরই জেরে দু দেশের সেনাদের মধ্যে গণ্ডগোলও হয়েছে ৷ Photo- File
গত সপ্তাহে ভারত ও চিনের সেনা পূর্ব লাদাখে বেশ কঠিন গুলির লড়াইতে রত ছিল ৷ উত্তর সিকিমে নাকু লা -পাসের কাছে এই গুলির লড়াই হয়েছিল৷ মে মাসের ৫ তারিখে প্যানগগ লেকের উত্তর তীরে সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল যা পরদিন সকালে কথা বিনিময়ের পর থেমেছিল ৷সে সময় লড়াইতে দু পক্ষের সেনার চোট ও জখম হয়েছিল ৷ সে সময় দু পক্ষই একে অপরকে পাথর ছুঁড়েছিল ৷ যাতে প্রায় দু দিকেরই ২০০ সেনা যুক্ত হয়েছিলেন ৷ পরিস্থিতি সামলাতে সীমান্ত এলাকায় অতিরিক্তি সেনা মোতায়েন করা হয়৷Photo- File
তবে সেনা আটক করার খবর অসত্য জানালেও সীমান্তে চিনা সেনার কার্যকলাপ বেড়েছে তা জানিয়েছে ভারতীয় সেনা ৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC বরাবর তারা সেনা আরও বহাল করছে ৷ সম্প্রতি আসা একটি স্যাটেলাইটই ইমেজের ভিত্তিতে দেখা যাচ্ছে প্যানগং ও গ্যালওয়ান উপত্যকার কাছে নতুন করে ৬০ টি সেনা ছাউনি বাড়িয়েছে ৷ Photo- Collected