Chandrayaan 3: হিমশীতল চাঁদের মাটিতে প্রজ্ঞানের মতো ধীরে ধীরে ঘুমের দেশে বিক্রমও! আর কি জেগে উঠবে তারা, না জাগলে কী হবে, জানুন

Last Updated:
Chandrayaan 3: চাঁদের কোলে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে রোভার প্রজ্ঞান৷ এ বার ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দিচ্ছে তার ল্যান্ডার বিক্রম৷
1/8
চাঁদের কোলে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে রোভার প্রজ্ঞান৷ এ বার ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দিচ্ছে তার ল্যান্ডার বিক্রম৷ সোমবারই চাঁদের মাটিতে একটা ছোট্ট লাফ দেয়৷
চাঁদের কোলে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে রোভার প্রজ্ঞান৷ এ বার ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দিচ্ছে তার ল্যান্ডার বিক্রম৷ সোমবারই চাঁদের মাটিতে একটা ছোট্ট লাফ দেয়৷
advertisement
2/8
বিজ্ঞানীরা জানিয়েছেন রোভার প্রজ্ঞানের স্লিপ মোড চালু করা হয়েছে৷ সৌরশক্তি ফুরিয়ে গেলে ল্যান্ডারের ব্যাটারি শেষ হয়ে গেলে রোভার প্রজ্ঞানের পাশেই ঘুমিয়ে পড়বে বিক্রম৷
বিজ্ঞানীরা জানিয়েছেন রোভার প্রজ্ঞানের স্লিপ মোড চালু করা হয়েছে৷ সৌরশক্তি ফুরিয়ে গেলে ল্যান্ডারের ব্যাটারি শেষ হয়ে গেলে রোভার প্রজ্ঞানের পাশেই ঘুমিয়ে পড়বে বিক্রম৷
advertisement
3/8
ইসরো-র তরফে জানানো হয়েছে সোমবার সকাল ৮ নাগাদ স্লিপ মোডে পাঠানো হয়েছে বিক্রমকে৷ তার আগে বিক্রমের নিয়ে যাওয়া পেলোড একটি নতুন স্থানে পরীক্ষা নিরীক্ষা করেছে৷ সংগৃহীত তথ্য পাঠানো হয়েছে পৃথিবীতে৷
ইসরো-র তরফে জানানো হয়েছে সোমবার সকাল ৮ নাগাদ স্লিপ মোডে পাঠানো হয়েছে বিক্রমকে৷ তার আগে বিক্রমের নিয়ে যাওয়া পেলোড একটি নতুন স্থানে পরীক্ষা নিরীক্ষা করেছে৷ সংগৃহীত তথ্য পাঠানো হয়েছে পৃথিবীতে৷
advertisement
4/8
চন্দ্রযান ৩ প্রকল্পে যুক্ত বিজ্ঞানীদের আশা, চাঁদে ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হলে বিক্রম ও প্রজ্ঞান ফের সক্রিয় হয়ে উঠবে৷
চন্দ্রযান ৩ প্রকল্পে যুক্ত বিজ্ঞানীদের আশা, চাঁদে ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হলে বিক্রম ও প্রজ্ঞান ফের সক্রিয় হয়ে উঠবে৷
advertisement
5/8
চাঁদের মাটিতে বিক্রমের লাফ দেওয়া চন্দ্রযান অভিযানেরই অংশ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ এর থেকে মাধ্যাকর্ষণ শক্তি সংক্রান্ত তথ্য ভবিষ্যতে ইসরোর কাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে৷
চাঁদের মাটিতে বিক্রমের লাফ দেওয়া চন্দ্রযান অভিযানেরই অংশ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ এর থেকে মাধ্যাকর্ষণ শক্তি সংক্রান্ত তথ্য ভবিষ্যতে ইসরোর কাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে৷
advertisement
6/8
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন হিসেব অনুযায়ী চাঁদের মাটি থেকে ৪০ সেন্টিমিটার লাফ দিয়েছে বিক্রম৷ তার পর নিরাপদে ৩০-৪০ সেন্টিমিটার দূরে এক জায়গায় নামে৷
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন হিসেব অনুযায়ী চাঁদের মাটি থেকে ৪০ সেন্টিমিটার লাফ দিয়েছে বিক্রম৷ তার পর নিরাপদে ৩০-৪০ সেন্টিমিটার দূরে এক জায়গায় নামে৷
advertisement
7/8
প্রসঙ্গত চাঁদের এক দিন পৃথিবীর হিসেবে ১৪ দিন৷ চাঁদের একটি রাত পৃথিবীতে ১৪ টি রাতের সমান৷ চাঁদে রাত্রিকালীন তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি৷
প্রসঙ্গত চাঁদের এক দিন পৃথিবীর হিসেবে ১৪ দিন৷ চাঁদের একটি রাত পৃথিবীতে ১৪ টি রাতের সমান৷ চাঁদে রাত্রিকালীন তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি৷
advertisement
8/8
বিজ্ঞানীদের আশা, এই হিমশীতল তাপমাত্রা সামলে ফের জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান৷ শুরু হবে নতুন পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা৷ যদি ঘুম না ভাঙে তাহলে চাঁদের মাটিতেই ভারতের বিজ্ঞানসাধনার প্রতীক হয়ে থেকে যাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান৷
বিজ্ঞানীদের আশা, এই হিমশীতল তাপমাত্রা সামলে ফের জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান৷ শুরু হবে নতুন পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা৷ যদি ঘুম না ভাঙে তাহলে চাঁদের মাটিতেই ভারতের বিজ্ঞানসাধনার প্রতীক হয়ে থেকে যাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান৷
advertisement
advertisement
advertisement