Chandrayaan 2- এর নেপথ্যে রয়েছেন যে ২ কৃতী মহিলা, চিনে নিন তাঁদের--

Last Updated:
ইতিহাস গড়ার পথে ভারত
1/5
 চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ২। সব কিছু ঠিক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। ভোর সাড়ে ৫টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘরে তথ্য যোগাড়ের কাজ শুরু করবে এই রোভার।
চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ২। সব কিছু ঠিক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। ভোর সাড়ে ৫টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘরে তথ্য যোগাড়ের কাজ শুরু করবে এই রোভার।
advertisement
2/5
দেড় মাসের পার্থক্যে চাঁদের মাটিতে ইতিহাস গড়ার পথে ISRO। এর আগে চাঁদের মাটিতে পা দেওয়ার নজির ছিল রাশিয়া, আমেরিকা, চিনের ৷
দেড় মাসের পার্থক্যে চাঁদের মাটিতে ইতিহাস গড়ার পথে ISRO। এর আগে চাঁদের মাটিতে পা দেওয়ার নজির ছিল রাশিয়া, আমেরিকা, চিনের ৷
advertisement
3/5
রাশিয়া,আমেরিকা,চিনের কাঁধে কাঁধ মিলিয়ে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও। এই সাফল্যের নেপথ্যে রয়েছে ২ মহিলা মহাকাশচারী। চিনে নিন সেই 'সুপার ওম্যান'-দের--
রাশিয়া,আমেরিকা,চিনের কাঁধে কাঁধ মিলিয়ে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও। এই সাফল্যের নেপথ্যে রয়েছে ২ মহিলা মহাকাশচারী। চিনে নিন সেই 'সুপার ওম্যান'-দের--
advertisement
4/5
মুথায়া ভানিতা (প্রজেক্ট ডিরেক্টার) ISRO-র প্রথম মহিলা প্রজেক্ট ডিরেক্টার মুথায়া ভানিতা। রিমোট সেনসিং স্যাটেলাইট Cartosat-1, Oceansat-2 ও Megha-Tropiques satellite-এর ডেটা সিস্টেম-এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টার ছিলেন।  ২০০৬ সালে জিতেছেন সেরা মহিলা বৈজ্ঞানিকের পুরস্কার।
মুথায়া ভানিতা (প্রজেক্ট ডিরেক্টার) ISRO-র প্রথম মহিলা প্রজেক্ট ডিরেক্টার মুথায়া ভানিতা। রিমোট সেনসিং স্যাটেলাইট Cartosat-1, Oceansat-2 ও Megha-Tropiques satellite-এর ডেটা সিস্টেম-এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টার ছিলেন। ২০০৬ সালে জিতেছেন সেরা মহিলা বৈজ্ঞানিকের পুরস্কার।
advertisement
5/5
ঋতু কারিঢাল (মিশন ডিরেক্টার) ভারতের 'রকেট ওম্যান' হিসেবে খ্যাত ঋতু কারিঢাল। ২০১৩ সালে মার্স অরবিটার মিশন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
ঋতু কারিঢাল (মিশন ডিরেক্টার) ভারতের 'রকেট ওম্যান' হিসেবে খ্যাত ঋতু কারিঢাল। ২০১৩ সালে মার্স অরবিটার মিশন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
advertisement
advertisement