BSNL-MTNL : সুখবর ! দোলের আগেই বকেয়া বেতন কর্মীদের, অতিরিক্ত অর্থের অনুমোদন মন্ত্রীসভার

Last Updated:
1/8
দেশের সরকারি টেলিকম সংস্থা আটকে থাকা বেতন দোলের আগেই দেওয়ার সম্ভাবনা ৷ প্রতীকী ছবি ৷
দেশের সরকারি টেলিকম সংস্থা আটকে থাকা বেতন দোলের আগেই দেওয়ার সম্ভাবনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
টেলিকম সংস্থা MTNL (মহানগর টেলিফোন নগর লিমিটেড) ২৩০০ কর্মচারীদের বকেয়া বেতনের জন্য ১৭১ কোটি টাকা মঞ্জুর করেছে ৷ প্রতীকী ছবি ৷
টেলিকম সংস্থা MTNL (মহানগর টেলিফোন নগর লিমিটেড) ২৩০০ কর্মচারীদের বকেয়া বেতনের জন্য ১৭১ কোটি টাকা মঞ্জুর করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
সেখানে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নকে প্রতিশ্রুতি দিয়েছে দেলোর আগে ৮৫০ কোটি টাকা মঞ্জুর করার কথা ৷ প্রতীকী ছবি ৷
সেখানে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নকে প্রতিশ্রুতি দিয়েছে দেলোর আগে ৮৫০ কোটি টাকা মঞ্জুর করার কথা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এই প্রসঙ্গেই দুরসঞ্চার মন্ত্রী মনোজ সিনহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন এই বিষয়টি জানিয়েছেন ৷
এই প্রসঙ্গেই দুরসঞ্চার মন্ত্রী মনোজ সিনহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন এই বিষয়টি জানিয়েছেন ৷
advertisement
5/8
প্রসঙ্গত জানা গিয়েছে MTNL যা রোজগার থেকে বেতন বেড়ে ৯০ শতাংশে পর্যন্ত পৌঁছে গিয়েছে সেক্ষেত্রে BSNL এর বেতন ৬৭-৭০ শতাংশ পর্যন্ত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রসঙ্গত জানা গিয়েছে MTNL যা রোজগার থেকে বেতন বেড়ে ৯০ শতাংশে পর্যন্ত পৌঁছে গিয়েছে সেক্ষেত্রে BSNL এর বেতন ৬৭-৭০ শতাংশ পর্যন্ত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
বর্তমানে MTNL এর মোট ২০,০০০ কোট টাকার ঋণ আছে সেখানে বার্ষিক আয় ২,৭০০ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
বর্তমানে MTNL এর মোট ২০,০০০ কোট টাকার ঋণ আছে সেখানে বার্ষিক আয় ২,৭০০ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
BSNL এর ১৩,০০০ কোটি টাকার মোট ঋণ রয়েছে সেক্ষেত্রে বার্ষিক আয় ৩২,০০০ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
BSNL এর ১৩,০০০ কোটি টাকার মোট ঋণ রয়েছে সেক্ষেত্রে বার্ষিক আয় ৩২,০০০ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
অনুমান করা হচ্ছে BSNL-MTNL এর ১৬,০০০ কর্মী অবসর করতে পারেন আগামী ৫-৬ বছরে এমনটাই ধারণা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
অনুমান করা হচ্ছে BSNL-MTNL এর ১৬,০০০ কর্মী অবসর করতে পারেন আগামী ৫-৬ বছরে এমনটাই ধারণা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement