1/ 5


*মদ্যপায়ীদের জন্য বিরাট সুখবর! একধাক্কায় অনেকটা কমল মদের দাম। উত্তরপ্রদেশ সরকারের এই ঘোষণায় খুশিতে আত্মহারা রাজ্যবাসী। সংগৃহীত ছবি।
2/ 5


*শনিবার যোগীর সরকার ঘোষণা করেছে, শুল্ক কমানো হয়েছে মদের। ফলে কমবে দাম। উত্তরপ্রদেশ সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লখনউ-তে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংগৃহীত ছবি।
3/ 5


*রাজ্যের নতুন excise policy অনুযায়ী, বিয়ারের শুল্ক ২৮০ শতাংশ থেকে কমিয়ে ২০০ শতাংশ করা হয়েছে। একধাক্কায় ৮০ শতাংশ শুল্ক কমায় বেজায় খুশি রাজ্যের মানুষ। সংগৃহীত ছবি।
4/ 5


*যোগী প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আমরা কম দামে সাধারণ মানুষকে ভাল মদ সরবরাহ করতে বদ্ধপরিকর। ফলে শস্যদানা থেকে তৈরি মদ মাত্র ৮৫ টাকাতেই দেওয়া হবে দোকান থেকে। সংগৃহীত ছবি।