2/ 7


বিহার নির্বাচনের পোস্টার গার্ল পুষ্পম প্রিয়া চৌধুরী বাঁকিপুরে হেরে গেলেন। তিনি তৃতীয় স্থান পেয়েছেন। পুষ্পম প্রিয়া এই আসনের পাশাপাশি বিস্ফি আসন থেকেও দাঁড়িয়েছিলেন ৷ সেখানেও তিনি পরাজিত হয়েছিলেন ৷ শুধু তাই নয় নোটার থেকে আড়াই গুণ কম ভোট পেয়েছেন পুষ্পম ৷