অনন্য নজির ! বিয়ের আগে শহিদ শ্রদ্ধা জানিয়ে বিয়েতে বসেছেন এই ব্যক্তি

Last Updated:
1/5
হরিয়ানার জিন্দ জেলায় এক অন্য বিয়ের কাহিনি প্রকাশ্যে এসেছে ৷ জিন্দ জুলানার মালবি এক সাধারণ এক শ্রমিকের ছেলের বিয়েতে দেখা গিয়েছে এক অন্য ঘটনা ৷ বিয়ের আগেই পুলওয়ামায় শহিদদের স্মরণ করেছিলেন ৷ তারপরেই শুরু হয়েছিল বিয়ের পর্ব ৷
হরিয়ানার জিন্দ জেলায় এক অন্য বিয়ের কাহিনি প্রকাশ্যে এসেছে ৷ জিন্দ জুলানার মালবি এক সাধারণ এক শ্রমিকের ছেলের বিয়েতে দেখা গিয়েছে এক অন্য ঘটনা ৷ বিয়ের আগেই পুলওয়ামায় শহিদদের স্মরণ করেছিলেন ৷ তারপরেই শুরু হয়েছিল বিয়ের পর্ব ৷
advertisement
2/5
যেখানে রীতিনীতি মোনেই পুজো পাঠ করা হয়েছিল ৷ সেখানে বর বিয়ের করতে আসার আগে গ্রামের বাড়িতে শহিদদের স্মরণ করে আশীবার্দ নিয়েছিলেন ৷
যেখানে রীতিনীতি মোনেই পুজো পাঠ করা হয়েছিল ৷ সেখানে বর বিয়ের করতে আসার আগে গ্রামের বাড়িতে শহিদদের স্মরণ করে আশীবার্দ নিয়েছিলেন ৷
advertisement
3/5
এই গ্রামে মন্দিরে পুজোর সঙ্গে সঙ্গে শহিদদেরও পুজো হয়ে থাকে ৷ এই গ্রামে এই ধরনের বিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ও চর্চারও ৷ শহিদদের স্মরণ করে বিয়ের এই বিশেষ রীতিনীতি পালিত হয়ে থাকে ৷
এই গ্রামে মন্দিরে পুজোর সঙ্গে সঙ্গে শহিদদেরও পুজো হয়ে থাকে ৷ এই গ্রামে এই ধরনের বিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ও চর্চারও ৷ শহিদদের স্মরণ করে বিয়ের এই বিশেষ রীতিনীতি পালিত হয়ে থাকে ৷
advertisement
4/5
বিয়ে করতে যাওয়ার আগে বর জানিয়েছেন তিনি শহিদদের অত্যন্ত সম্মান করেন ৷ তাঁদের জন্যই আমাদের বাড়ি ও আমরা সুরক্ষিত আছি ৷
বিয়ে করতে যাওয়ার আগে বর জানিয়েছেন তিনি শহিদদের অত্যন্ত সম্মান করেন ৷ তাঁদের জন্যই আমাদের বাড়ি ও আমরা সুরক্ষিত আছি ৷
advertisement
5/5
বরের নাম নসীব ৷ তিনি জানিয়েছেন নতুন জীবনে পা রাখার আগে শহিদদের সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন যাতে জীবন সুখের হয় ৷
বরের নাম নসীব ৷ তিনি জানিয়েছেন নতুন জীবনে পা রাখার আগে শহিদদের সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন যাতে জীবন সুখের হয় ৷
advertisement
advertisement
advertisement