অপেক্ষা শেষ, ভক্তদের জন্য খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা

Last Updated:
1/8
♦ মাস ছয়েকের শীতকালীন বিরতি শেষ ৷ ভক্তের ভগবান এ বার দর্শন দেবেন তাঁর ভক্তদের ৷ খুলে গেল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে দরজা ৷
♦ মাস ছয়েকের শীতকালীন বিরতি শেষ ৷ ভক্তের ভগবান এ বার দর্শন দেবেন তাঁর ভক্তদের ৷ খুলে গেল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে দরজা ৷
advertisement
2/8
♦ প্রতিবছরের রীতি এবং নিয়ম আচার মেনে মন্দিরকে ব্যাপকভাবে সাজানো হয়েছিল ফুলের মালায় ৷ বিশেষ পুজোর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য ৷
♦ প্রতিবছরের রীতি এবং নিয়ম আচার মেনে মন্দিরকে ব্যাপকভাবে সাজানো হয়েছিল ফুলের মালায় ৷ বিশেষ পুজোর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য ৷
advertisement
3/8
♦ প্রতিদিন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে খুলবে মন্দিরের দরজা। সারাদিন ভক্তরা দর্শন করতে পারবেন।
♦ প্রতিদিন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে খুলবে মন্দিরের দরজা। সারাদিন ভক্তরা দর্শন করতে পারবেন।
advertisement
4/8
♦ গরোয়াল হিমালয়ের ১০,০০০ ফুট উঁচুতে তৈরি হয়েছে এই মন্দির। গতকালই কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য।
♦ গরোয়াল হিমালয়ের ১০,০০০ ফুট উঁচুতে তৈরি হয়েছে এই মন্দির। গতকালই কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য।
advertisement
5/8
♦  প্রতি বছরই এই সময়েই এই দুই ধামে মন্দিরের দরজা খোলা হয়। ছমাস খোলা থাকার পর অক্টোবর–নভেম্বরে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। গতবছর ২০ নভেম্বর বন্ধ হয়েছিল মন্দিরের দরজা।
♦ প্রতি বছরই এই সময়েই এই দুই ধামে মন্দিরের দরজা খোলা হয়। ছমাস খোলা থাকার পর অক্টোবর–নভেম্বরে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। গতবছর ২০ নভেম্বর বন্ধ হয়েছিল মন্দিরের দরজা।
advertisement
6/8
♦ একই সঙ্গে গঙ্গোত্রী, যমুনেত্রী যাওয়ার রাস্তাও বন্ধ থাকে। বছরে ছমাস খোলা থাকে এই চারধাম যাত্রা।
♦ একই সঙ্গে গঙ্গোত্রী, যমুনেত্রী যাওয়ার রাস্তাও বন্ধ থাকে। বছরে ছমাস খোলা থাকে এই চারধাম যাত্রা।
advertisement
7/8
♦ বলা হয়, বদ্রীনাথ মন্দিরে ছয় মাস দেবতারা পুজো করেন এবং ছয় মাস মানুষ পুজো করেন ৷ শীতকালের সময় দেবর্ষি নারদ এখানে ভগবান বিষ্ণুর পুজো করেন ৷
♦ বলা হয়, বদ্রীনাথ মন্দিরে ছয় মাস দেবতারা পুজো করেন এবং ছয় মাস মানুষ পুজো করেন ৷ শীতকালের সময় দেবর্ষি নারদ এখানে ভগবান বিষ্ণুর পুজো করেন ৷
advertisement
8/8
♦ এ সময় মন্দিরের নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ সেখানে থাকেন না ৷ তবে সে সময় কেটেছে ৷
♦ এ সময় মন্দিরের নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ সেখানে থাকেন না ৷ তবে সে সময় কেটেছে ৷
advertisement
advertisement
advertisement