Anant-Radhika Engagement: জমজমাট অনন্ত-রাধিকার ‘গোল ধানা’ অনুষ্ঠান! খুব শীঘ্রই কি তাহলে বাজতে চলেছে বিয়ের সানাই?
- Written by:Trending Desk
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Anant-Radhika Engagement: জমকালো সাজে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন অনন্ত-রাধিকা। ভক্তদের থেকে আশীর্বাদও প্রার্থনা করেন হবু দম্পতি। তাঁদেরই কিছু আদুরে মুহূর্ত বন্দি হয়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।
অবশেষে মহা ধুমধাম করে সম্পন্ন হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদান পর্ব। সেই উপলক্ষেই আম্বানি পরিবারের বাড়ি অ্যান্টিলিয়াতে যেন বসেছিল চাঁদের হাট! আর ওই অনুষ্ঠানের নানা মুহূর্তই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। চোখ সরানো যাচ্ছিল না হবু বর-কনের দিক থেকে। সোনালি সাজে সেজে উঠেছিলেন আম্বানি পরিবারের ছোট বৌ রাধিকা। ঠিক যেন রাজকুমারী। আর অনন্ত সেজেছিলেন মিডনাইট ব্লু আর কালোর মিশেলে। জমকালো সাজে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন অনন্ত-রাধিকা। ভক্তদের থেকে আশীর্বাদও প্রার্থনা করেন হবু দম্পতি। তাঁদেরই কিছু আদুরে মুহূর্ত বন্দি হয়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।
advertisement
ইতিমধ্যেই সকলে হয়তো জেনে গিয়েছেন কে এই দম্পতি! তা-ও আরও এক বার দিয়ে নেওয়া যাক রাধিকা-অনন্তের পরিচয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির ছোট ছেলে হলেন অনন্ত আম্বানি। তিনি পড়াশোনা করেছেন আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ডিভিশনের একজিকিউটিভ ইন চার্জের দায়িত্ব সামলাচ্ছেন। শুধু তা-ই নয়, জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডেও রয়েছেন তিনি। গত বছরের অগাস্ট মাসেই নিজের উত্তরাধিকার পরিকল্পনা প্রকাশ্যে এনেছিলেন মুকেশ আম্বানি। তাঁদের ব্যবসার টেলিকম এবং রিটেলের লিডারশিপ দায়িত্ব পেয়েছেন যমজ সন্তান আকাশ এবং ইশা। আর ছোট ছেলে অনন্ত আম্বানিকে কোম্পানির নতুন এনার্জি সেক্টরের দায়িত্ব দিয়েছেন মুকেশ।
advertisement
আবার অন্য দিকে, এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। এনকোর হেলথকেয়ারের বোর্ড অফ ডিরেক্টরের তালিকায় ডিরেক্টর হিসেবে রয়েছেন রাধিকা। এখানেই শেষ নয়, আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা কিন্তু এক জন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে হবু বৌমার ‘আরাঙ্গেত্রম’ অনুষ্ঠান মহা জাঁকজমক করে পালন করেছিলেন আম্বানি দম্পতি। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্তও ভাইরাল হয়েছিল। মন জিতেছিলেন রাধিকা।
advertisement
বৃহস্পতিবার ছিল অনন্ত-রাধিকার গোল ধানা এবং চুনরি বিধি অনুষ্ঠান। গুজরাতি হিন্দু পরিবারের বিয়েতে এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। গোল ধানা রীতির মাধ্যমে বাগদান পর্ব সম্পন্ন হয়। গত কালের অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কেড়েছেন তারকারা। উপস্থিত ছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, রণবীর-দীপিকা, সস্ত্রীক বরুণ ধাওয়ান, শাহরুখ খানের স্ত্রী-পুত্র গৌরী-আরিয়ান, সারা আলি খান, অর্জুন কাপুর, অনন্যা পাণ্ডে, জাহ্নবী-খুশি কাপুর, সলমন খান, শ্রেয়া ঘোষাল, কিরণ রাও, ঐশ্বর্য-আরাধ্যা প্রমুখরা। তার আগে হয়ে গিয়েছিল আম্বানি পরিবারের হবু বউয়ের মেহেন্দি। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারা শ্রীনাথজি মন্দিরে পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে রোকা হয় অনন্ত-রাধিকার। মুম্বইয়ে ফেরার পরে অ্যান্টিলিয়াতে পার্টি দিয়েছিলেন আম্বানিরা। তাতে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকারা। প্রসঙ্গত, মুকেশ এবং নীতার তিন সন্তান — যমজ সন্তান আকাশ ও ইশা এবং ছোট পুত্র অনন্ত। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পিরামল গ্রুপের উত্তরাধিকারী আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ইশা আম্বানি। তাঁদের জীবনে এসেছে যমজ সন্তান আদ্যাশক্তি এবং কৃষ্ণ। আর অন্য দিকে, মুকেশ-নীতার বড় ছেলে আকাশ আম্বানি ২০১৯ সালের মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিরে ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে। তাঁদের দু’বছর বয়সী একটি পুত্র রয়েছে, যার নাম পৃথ্বী।






