Accident: ছোট একটা ভুল, বিয়ে করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! মুহূর্তে শেষ হবু বর সহ ৮ জনের জীবন! তালগোল পাকিয়ে গেল আস্ত গাড়িটাই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বিয়ের জন্য রওনা দিয়েছিলেন ২৪ বছরের সুরজ।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুত গতিতে থাকা গাড়িটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার ধারে একটি কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা মারে এবং তার পরই উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সুরজ, তাঁর বৌদি আশা (২৬), আশার দুই বছরের কন্যা ঐশ্বর্য, সুরজের কাকিমা এবং পরিবারের আরও দুই সদস্য। আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে আলিগড়ের মেডিক্যাল কলেজে।
advertisement
মৃতদের মধ্যে রয়েছেন – হবু বর সুরজ (২৪), সুরজের বৌদি আশা (২৬), আশার মেয়ে ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাই মনোজের ছেলে বিষ্ণু (৬), সুরজের কাকিমা, সুরজের দুই ভাই-বোন ও এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এসইউভিটিতে যাত্রীধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক ছিলেন, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে বর ও কনের পরিবার। বরের মৃত্যুর খবর পৌঁছতেই কনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের গাফিলতি এবং গাড়ির অতিরিক্ত গতিকে প্রাথমিক কারণ হিসাবে দেখা হচ্ছে।
advertisement
