Murshidabad News: ঝলমলে রঙিন হাজারদুয়ারি, আলোর রোশনাইয়ে সেজে উঠেছে ইমামবাড়া, স্বাধীনতার ৭৫ বছরে বিশেষ ব্যবস্থা

Last Updated:
ভরা পর্যটক মরশুমে হাজারদুয়ারি ঘুরতে আসা পর্যটকরা দেখল আলোকসজ্জা সজ্জিত হাজারদুয়ারি ও ইমামবাড়া।
1/7
স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষ পূর্তি চলছে। সেই উপলক্ষে দশ দিন ধরে বিনামূল্যে হাজারদুয়ারি প্রবেশ সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। আলোর রোশনাই সাজানো হয়েছে নবাব নগরী হাজারদুয়ারীকে। সাজানো হয়েছে সামনের ইমামবাড়ি কেও। (কৌশিক অধিকারী)
স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষ পূর্তি চলছে। সেই উপলক্ষে দশ দিন ধরে বিনামূল্যে হাজারদুয়ারি প্রবেশ সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। আলোর রোশনাই সাজানো হয়েছে নবাব নগরী হাজারদুয়ারীকে। সাজানো হয়েছে সামনের ইমামবাড়ি কেও। (কৌশিক অধিকারী)
advertisement
2/7
মহরম ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোর রোশনাই সেজে উঠেছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু দুর দুরন্ত থেকে আসা পর্যটকরা । তেরঙ্গা পতাকার রঙে হাজারদুয়ারী প্যালেস সাজানো হয়েছে।
মহরম ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোর রোশনাই সেজে উঠেছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু দুর দুরন্ত থেকে আসা পর্যটকরা । তেরঙ্গা পতাকার রঙে হাজারদুয়ারী প্যালেস সাজানো হয়েছে।
advertisement
3/7
মহরমকে সামনে রেখে লালবাগ-সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার  মহল্লাগুলি নতুন সাজে সেজেছে। রঙিন কাগজের শিকল তৈরি করে মহল্লা সাজানো হয়েছে। মহল্লা সাফ সুতরো রাখার কাজে ব্যস্ততা রয়েছে পাড়ার উঠতি যুবকদের মধ্যেও।
মহরমকে সামনে রেখে লালবাগ-সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার  মহল্লাগুলি নতুন সাজে সেজেছে। রঙিন কাগজের শিকল তৈরি করে মহল্লা সাজানো হয়েছে। মহল্লা সাফ সুতরো রাখার কাজে ব্যস্ততা রয়েছে পাড়ার উঠতি যুবকদের মধ্যেও।
advertisement
4/7
কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পর এবছর হাজারদুয়ারি চত্বরে মহরম উপলক্ষে মেলা বসেছে। মহরম উপলক্ষে এই সময়ে প্রতি বছরই মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতেও পর্যটকদের ভিড় থাকে। তাদের কাছে মহরমের উত্‌সব বাড়তি আকর্ষণ। প্রতি বছরই ওই পর্যটকদের ভিড় বাড়ছে, এটা আশার কথা।
কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পর এবছর হাজারদুয়ারি চত্বরে মহরম উপলক্ষে মেলা বসেছে। মহরম উপলক্ষে এই সময়ে প্রতি বছরই মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতেও পর্যটকদের ভিড় থাকে। তাদের কাছে মহরমের উত্‌সব বাড়তি আকর্ষণ। প্রতি বছরই ওই পর্যটকদের ভিড় বাড়ছে, এটা আশার কথা।
advertisement
5/7
ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাঙ্গনে অপরিকল্পিত ভাবে বিভিন্ন অস্থায়ী দোকান খুলে বসেছে দোকান মালিকরা, দুই বছর পর ব্যাবসা করে লাভবান হচ্ছেন তারা।সারা দেশ তথা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতে মহরমের একটা ঐতিহ্য রয়েছে।
ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাঙ্গনে অপরিকল্পিত ভাবে বিভিন্ন অস্থায়ী দোকান খুলে বসেছে দোকান মালিকরা, দুই বছর পর ব্যাবসা করে লাভবান হচ্ছেন তারা।সারা দেশ তথা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতে মহরমের একটা ঐতিহ্য রয়েছে।
advertisement
6/7
মঙ্গলবার সকাল থেকেই মহরমের শোকে ভাসল মুর্শিদাবাদ। হাজার হাজার মাইল দূরত্ব পেরিয়ে, কারবেলার ঘটনায় হাসান-হোসেনের মৃত্যুতে শোক পালনের রীতি প্রাচীন এবং তা জীবন্ত হয়ে উঠেছে হাজারদুয়ারি সংলগ্ন ইমামবাড়াতে। অন্তত কয়েকশো মানুষ বুক চাপড়ে শোকপ্রকাশ করেন।
মঙ্গলবার সকাল থেকেই মহরমের শোকে ভাসল মুর্শিদাবাদ। হাজার হাজার মাইল দূরত্ব পেরিয়ে, কারবেলার ঘটনায় হাসান-হোসেনের মৃত্যুতে শোক পালনের রীতি প্রাচীন এবং তা জীবন্ত হয়ে উঠেছে হাজারদুয়ারি সংলগ্ন ইমামবাড়াতে। অন্তত কয়েকশো মানুষ বুক চাপড়ে শোকপ্রকাশ করেন।
advertisement
7/7
কোভিড মহামারি পরিস্থিতির পর দুই বছর পরে সাক্ষী থাকল পর্যটকরা। ভরা পর্যটক মরশুমে হাজারদুয়ারি ঘুরতে আসা পর্যটকরা দেখল মহরমের উত্‌সব দেখল আলোকসজ্জা সজ্জিত হাজারদুয়ারী ও ইমামবাড়ি।
কোভিড মহামারি পরিস্থিতির পর দুই বছর পরে সাক্ষী থাকল পর্যটকরা। ভরা পর্যটক মরশুমে হাজারদুয়ারি ঘুরতে আসা পর্যটকরা দেখল মহরমের উত্‌সব দেখল আলোকসজ্জা সজ্জিত হাজারদুয়ারী ও ইমামবাড়ি।
advertisement
advertisement
advertisement