Unlucky Zodiac Signs in Love: ভাগ্যের বিড়ম্বনায় কিছুতেই দীর্ঘ হয় না ভালবাসা! প্রেমে চরম অসফল এই ৫ রাশির জাতক জাতিকারা! জানুন এখনই

Last Updated:
Unlucky Zodiac Signs in Love: কোনও কোনও রাশির জাতক জাতিকাদের ভাগ্য প্রেমের ক্ষেত্রে সুপ্রসন্ন হয় না৷ জেনে নিন সেই রাশিগুলির নাম৷
1/8
ফাল্গুন ও চৈত্র এই দু’মাস মধুমাস৷ ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সতেজ হয়ে ওঠে প্রণয়ের সম্পর্ক৷ কিন্তু জানেন কি জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করেন প্রেমের ওঠাপড়াও নির্ভর করে ভাগ্যের উপর৷
ফাল্গুন ও চৈত্র এই দু’মাস মধুমাস৷ ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সতেজ হয়ে ওঠে প্রণয়ের সম্পর্ক৷ কিন্তু জানেন কি জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করেন প্রেমের ওঠাপড়াও নির্ভর করে ভাগ্যের উপর৷
advertisement
2/8
কোনও কোনও রাশির জাতক জাতিকাদের ভাগ্য প্রেমের ক্ষেত্রে সুপ্রসন্ন হয় না৷ বলছেন বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷ জেনে নিন সেই রাশিগুলির নাম৷
কোনও কোনও রাশির জাতক জাতিকাদের ভাগ্য প্রেমের ক্ষেত্রে সুপ্রসন্ন হয় না৷ বলছেন বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷ জেনে নিন সেই রাশিগুলির নাম৷
advertisement
3/8
 উচ্চাশা ও কর্মনীতির জন্য মকররাশির জাতক জাতিকারা সব সময়ই খ্যাত৷ এই দুই কারণের জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা নিরাসক্ত হয়ে পড়েন৷ কেরিয়ার ও সাফল্য নিয়ে মেতে থাকার জন্য তাঁরা সঙ্গীর আবেগকে গুরুত্ব দেন না৷ তাছাড়া তাঁদের খুঁতখুঁতে ভাবও প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়৷
উচ্চাশা ও কর্মনীতির জন্য মকররাশির জাতক জাতিকারা সব সময়ই খ্যাত৷ এই দুই কারণের জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা নিরাসক্ত হয়ে পড়েন৷ কেরিয়ার ও সাফল্য নিয়ে মেতে থাকার জন্য তাঁরা সঙ্গীর আবেগকে গুরুত্ব দেন না৷ তাছাড়া তাঁদের খুঁতখুঁতে ভাবও প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়৷
advertisement
4/8
কুম্ভরাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা ও স্বাধীনতাপ্রিয় হন৷ এই কারণে তাঁরা প্রেমে অসফল হন৷ আবেগ ভালবাসার থেকে তাঁরা বেশি গুরুত্ব দেন বুদ্ধিবৃত্তিকে৷ তাঁরা ব্যক্তিগত পরিসর ও স্বকীয়তা পছন্দ করেন বলে প্রেমের সম্পর্ককে অবহেলা করেন৷
কুম্ভরাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা ও স্বাধীনতাপ্রিয় হন৷ এই কারণে তাঁরা প্রেমে অসফল হন৷ আবেগ ভালবাসার থেকে তাঁরা বেশি গুরুত্ব দেন বুদ্ধিবৃত্তিকে৷ তাঁরা ব্যক্তিগত পরিসর ও স্বকীয়তা পছন্দ করেন বলে প্রেমের সম্পর্ককে অবহেলা করেন৷
advertisement
5/8
মীনরাশি খুবই স্পর্শকাতর৷ কিন্তু তাঁদের আদর্শবাদী প্রকৃতি এবং চোখে রঙিন চশমার ভিতর দিয়ে দেখা দৃষ্টি প্রেমের সম্পর্কে নৈরাশ্যবাদী করে তোলে৷ তাঁদের অবাস্তববাদী চাহিদা সম্পর্ককে বিষাক্ত করে তোলে৷ অনেক সময় সঙ্গী নির্বাচনে ভুলও করেন৷ ফলে হৃদয় চুরমার হয়ে যায় তাঁদের৷ প্রেমেও ব্যর্থ হন৷
মীনরাশি খুবই স্পর্শকাতর৷ কিন্তু তাঁদের আদর্শবাদী প্রকৃতি এবং চোখে রঙিন চশমার ভিতর দিয়ে দেখা দৃষ্টি প্রেমের সম্পর্কে নৈরাশ্যবাদী করে তোলে৷ তাঁদের অবাস্তববাদী চাহিদা সম্পর্ককে বিষাক্ত করে তোলে৷ অনেক সময় সঙ্গী নির্বাচনে ভুলও করেন৷ ফলে হৃদয় চুরমার হয়ে যায় তাঁদের৷ প্রেমেও ব্যর্থ হন৷
advertisement
6/8
কর্কটরাশির জাতক জাতিকারা স্নেহপ্রবণ হন৷ তাঁরা সম্পর্কে নিরাপত্তার আশ্রয় খোঁজেন৷ কিন্তু নিরাপত্তাহীনতার বোধ থেকেই আসে অতিরিক্ত অধিকারবোধ৷ তাঁদের ঘন ঘন মুড পরিবর্তন হয়৷ ফলে সম্পর্কে স্থায়িত্ব আসে না৷ দীর্ঘস্থায়ী প্রেম অধরাই থেকে যায়৷
কর্কটরাশির জাতক জাতিকারা স্নেহপ্রবণ হন৷ তাঁরা সম্পর্কে নিরাপত্তার আশ্রয় খোঁজেন৷ কিন্তু নিরাপত্তাহীনতার বোধ থেকেই আসে অতিরিক্ত অধিকারবোধ৷ তাঁদের ঘন ঘন মুড পরিবর্তন হয়৷ ফলে সম্পর্কে স্থায়িত্ব আসে না৷ দীর্ঘস্থায়ী প্রেম অধরাই থেকে যায়৷
advertisement
7/8
বৃশ্চিকরাশির জাতক জাতিকারা সঙ্গীর প্রতি নিবেদিতপ্রাণ হন৷ কিন্তু তাঁদের ঈর্ষাপরায়ণতা, অধিকারবোধ সম্পর্কে দ্বন্দ্ব ও টানাপড়েন তৈরি করে৷ তাছাড়া তাঁরা সব কিছুই নিয়ন্ত্রণ করতে চান৷ অনেক কিছুই গোপন করার প্রবণতা থাকে৷ ফলে প্রেমের সম্পর্কে বারবার ছন্দ কেটে যায়৷
বৃশ্চিকরাশির জাতক জাতিকারা সঙ্গীর প্রতি নিবেদিতপ্রাণ হন৷ কিন্তু তাঁদের ঈর্ষাপরায়ণতা, অধিকারবোধ সম্পর্কে দ্বন্দ্ব ও টানাপড়েন তৈরি করে৷ তাছাড়া তাঁরা সব কিছুই নিয়ন্ত্রণ করতে চান৷ অনেক কিছুই গোপন করার প্রবণতা থাকে৷ ফলে প্রেমের সম্পর্কে বারবার ছন্দ কেটে যায়৷
advertisement
8/8
এই রাশিগুলিকে চিহ্নিত করা হলেও সাধারণীকৃত করা উচিত নয়। অর্থাত, এই রাশিগুলির সব জাতক জাতিকাই যে প্রেমে অসফল, তা নয়। পরিস্থিতি ও মানসিক অবস্থার জন্য প্রেমে ব্যর্থতা আসতে পারে। প্রয়োজনে মনোবিদের সাহায্য অবশ্যই নিন।
এই রাশিগুলিকে চিহ্নিত করা হলেও সাধারণীকৃত করা উচিত নয়। অর্থাত, এই রাশিগুলির সব জাতক জাতিকাই যে প্রেমে অসফল, তা নয়। পরিস্থিতি ও মানসিক অবস্থার জন্য প্রেমে ব্যর্থতা আসতে পারে। প্রয়োজনে মনোবিদের সাহায্য অবশ্যই নিন।
advertisement
advertisement
advertisement