Youtuber Sunny Rajput: একই বাড়িতে দুই স্ত্রীকে নিয়ে ভরা সংসার, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ টাকা উপার্জন ইউটিউবার সানি রাজপুতের

Last Updated:
Youtuber Sunny Rajput: সামাজিক মাধ্যমে পরিচিতির শিখরে পৌঁছেছেন ইউটিউবার সানি রাজপুত
1/8
আরমান মালিকের পর আরও এক ইউটিউবার জনপ্রিয় হয়েছেন তাঁর দুই স্ত্রীর কারণে৷ সামাজিক মাধ্যমে পরিচিতির শিখরে পৌঁছেছেন ইউটিউবার সানি রাজপুত৷
আরমান মালিকের পর আরও এক ইউটিউবার জনপ্রিয় হয়েছেন তাঁর দুই স্ত্রীর কারণে৷ সামাজিক মাধ্যমে পরিচিতির শিখরে পৌঁছেছেন ইউটিউবার সানি রাজপুত৷
advertisement
2/8
ইউটিউবে সানির দুই স্ত্রী রূপ এবং মানসী দুজনেই পরিচিত৷ তবে তাঁদের ভিডিও পোস্ট করায় সমালোচিতও হন সানি৷
ইউটিউবে সানির দুই স্ত্রী রূপ এবং মানসী দুজনেই পরিচিত৷ তবে তাঁদের ভিডিও পোস্ট করায় সমালোচিতও হন সানি৷
advertisement
3/8
কলেজজীবনে রূপের সঙ্গে সানির প্রেম। কিন্তু এই প্রেম মেনে নেয়নি রূপের পরিবার। তাই পালিয়ে বিয়ে করেন সংসার শুরু করেন সানি এবং রূপ।
কলেজজীবনে রূপের সঙ্গে সানির প্রেম। কিন্তু এই প্রেম মেনে নেয়নি রূপের পরিবার। তাই পালিয়ে বিয়ে করেন সংসার শুরু করেন সানি এবং রূপ।
advertisement
4/8
বিয়ের এক বছরের মধ্যেই মানসীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সানি। তিনি বুঝতে পারেন, মানসীকে ছাড়া তিনি বাঁচবেন না। তাই তাঁকে বিয়েও করেন। কিছু দিন পরে রূপের সম্মতিতেই মানসীকে বাড়িতে নিয়ে আসেন৷
বিয়ের এক বছরের মধ্যেই মানসীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সানি। তিনি বুঝতে পারেন, মানসীকে ছাড়া তিনি বাঁচবেন না। তাই তাঁকে বিয়েও করেন। কিছু দিন পরে রূপের সম্মতিতেই মানসীকে বাড়িতে নিয়ে আসেন৷
advertisement
5/8
সানি নিজের পরিচয় দেন ডিজিটাল কন্টেন্ট মেকার হিসেবে৷ তাঁর প্রোফাইলে পরিচয় দেন ফ্যামিলি এন্টারটেনার হিসেবে৷ অর্থাৎ পরিবারের বিনোদনের উৎস তিনি৷ ইউটিউবে সানির ফলোয়ার পেরিয়েছে ২ লক্ষ ২৭ হাজার৷ ইনস্টাগ্রামে সেই সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার৷
সানি নিজের পরিচয় দেন ডিজিটাল কন্টেন্ট মেকার হিসেবে৷ তাঁর প্রোফাইলে পরিচয় দেন ফ্যামিলি এন্টারটেনার হিসেবে৷ অর্থাৎ পরিবারের বিনোদনের উৎস তিনি৷ ইউটিউবে সানির ফলোয়ার পেরিয়েছে ২ লক্ষ ২৭ হাজার৷ ইনস্টাগ্রামে সেই সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার৷
advertisement
6/8
ইউটিউবার সানি রাজপুত অনুসরণ করেছেন আরমান মালিককে৷ হায়দ্রাবাদের এই ইউটিউবারের ফলোয়ার সংখ্যা ১.৫ মিলিয়ন৷
ইউটিউবার সানি রাজপুত অনুসরণ করেছেন আরমান মালিককে৷ হায়দ্রাবাদের এই ইউটিউবারের ফলোয়ার সংখ্যা ১.৫ মিলিয়ন৷
advertisement
7/8
তাঁর ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় আরমান মালিক। নেট মাধ্যমে উঠে আসে তাঁর পারিবারিক জীবনের ছবিও। আরমানের দুই স্ত্রী, পায়েল এবং কৃতিকা।
তাঁর ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় আরমান মালিক। নেট মাধ্যমে উঠে আসে তাঁর পারিবারিক জীবনের ছবিও। আরমানের দুই স্ত্রী, পায়েল এবং কৃতিকা।
advertisement
8/8
দুই স্ত্রীকে নিয়ে ভিডিও পোস্ট করে এই দুই ইউটিউবার সমালোচিত হলেও তাঁদের জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়ে না৷
দুই স্ত্রীকে নিয়ে ভিডিও পোস্ট করে এই দুই ইউটিউবার সমালোচিত হলেও তাঁদের জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়ে না৷
advertisement
advertisement
advertisement