Winter Tips: ৩ ডিগ্রিতেও গিজার লাগবে না...! ট্যাঙ্কের জল গরম রাখবে 'এই' ৪ উপায়! প্রাকৃতিক ফর্মুলায় শীতেও মিলবে ফুটন্ত জল!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Winter Tips: আজ এমনই কিছু প্রাকৃতিক উপায় ও গরম জলের প্রাকৃতিক পদ্ধতি বা বিকল্প পদ্ধতি শেয়ার করছি এই প্রতিবেদনে যা হাতে পেলে আপনিও এই শীতে হাতে চাঁদ পাওয়ার মতোই আনন্দ পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্যাঙ্ক প্রতিস্থাপন:গ্রীষ্মের সময় রোদ থেকে রক্ষা পেতে অনেকেই ট্যাঙ্কটিকে ছায়াযুক্ত জায়গায় রাখেন। সুতরাং, শীতের সময় এলে আপনি চাইলে আপনাকে ট্যাঙ্কের অবস্থান পরিবর্তন করতে পারেন। বাড়ির যেখানে সর্বোচ্চ সূর্যালোক আসে সেখানে ট্যাঙ্কটি রাখার চেষ্টা করুন। তবে এটি তখনই সম্ভব যদি আপনার বাড়িতে কোনও নির্দিষ্ট সিমেন্টের ট্যাঙ্ক না থাকে।
advertisement
ট্যাঙ্ক নিরোধক:আপনি শীতকালে ফাইবারগ্লাস বা ফোম বা রাবারের মতো নিরোধক উপকরণ দিয়ে ট্যাঙ্কটিকে উত্তপ্ত করতে পারেন। আসলে, জলের ট্যাঙ্কটি ইনসুলেট করার কারণে, বাইরের পরিবেশের তাপমাত্রা কমে গেলেও ভিতরের জল ঠান্ডা হয় না। কারণ ইনসুলেটর বাইরের তাপমাত্রাকে ভিতরে আসতে বাধা দেয়। একইসঙ্গে এই পদ্ধতিতেই পাইপ সংযোগগুলিও যথেষ্ট গরম রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করা জরুরি।