জাপানিরা 'মোটা' হন না কেন? রোজকার কোন 'অভ্যাস' তাঁদের সুন্দর চেহারার কারণ...! জানলে চমকাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Japanese Secret: জাপানের মানুষরা কেন মোটা হন না? তাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরন এবং সংস্কৃতি এর মূল কারণ। জানুন কীভাবে সহজ নিয়ম মেনে তাঁরা ফিট থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
২. জীবনধারা ও অভ্যাস - হাঁটাহাঁটি ও সাইকেল চালানোর অভ্যাস – গণপরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়ায় হাঁটাহাঁটি বেশি হয়। - সংযত খাওয়ার অভ্যাস (হারা হাচি বু) – পেট পুরোপুরি ভরার আগেই খাওয়া বন্ধ করে দেন (৮০% পর্যন্ত)। - জাঙ্ক ফুড কম খাওয়া – ফাস্ট ফুডের প্রচলন থাকলেও তা দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রভাবশালী নয়। - সবুজ চা পান করা – বিপাকক্রিয়া (metabolism) ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
advertisement
৩. সামাজিক ও সাংস্কৃতিক কারণ - সৌন্দর্যবোধ ও সামাজিক চাপে নিজেকে ফিট রাখা – শরীরচর্চা ও ছিপছিপে থাকার প্রতি গুরুত্ব বেশি। - বেন্টো (Lunchbox) সংস্কৃতি – জাপানে বাড়িতে রান্না করা খাবার নিয়ে যাওয়ার প্রচলন খুব বেশি। স্কুল থেকে অফিস, সর্বত্র বেন্টো বক্স বহুল ব্যবহৃত হয়, যা স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণ নিশ্চিত করে। স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় এবং স্বাস্থ্যশিক্ষা বাধ্যতামূলক।
advertisement
[caption id="attachment_2060552" align="alignnone" width="807"] তবে আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে জাপানে ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবারের প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। কিন্তু তবুও তাদের ঐতিহ্যগত জীবনধারা এখনও তুলনামূলকভাবে কম ওজন ধরে রাখতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদন কেবলমাত্র তথ্যের জন্য। বিস্তারিত জানতে চিকিৎসকের পরামর্শ নিন।)
[/caption]