Why Dog Chases Cars: রাস্তায় চলন্ত গাড়ি দেখলেই কুকুর তাড়া করে কেন জানেন? আসল কারণ শুনলে চমকে যাবেন!

Last Updated:
কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে তাড়া করে? কুকুরদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী?
1/6
খেয়াল করে দেখে থাকবেন প্রায়শই দেখা যায় রাস্তায় চলন্ত সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ি দেখলেই তাড়া করে রাস্তার কুকুর। শুধু তাই নয়, তারা ছুটন্ত ওই এসব যানের পেছন পেছন দৌড়োয় অনেকটা পথ। স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে তাড়া করে? কুকুদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী?
খেয়াল করে দেখে থাকবেন প্রায়শই দেখা যায় রাস্তায় চলন্ত সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ি দেখলেই তাড়া করে রাস্তার কুকুর। শুধু তাই নয়, তারা ছুটন্ত ওই এসব যানের পেছন পেছন দৌড়োয় অনেকটা পথ। স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে তাড়া করে? কুকুদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী?
advertisement
2/6
স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে   (Why dogs bark and chase moving vehicles)  তাড়া করে? কুকুরদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী? প্রতীকী ছবি। 
স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে   (Why dogs bark and chase moving vehicles)  তাড়া করে? কুকুরদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী? প্রতীকী ছবি। 
advertisement
3/6
বিশেষজ্ঞরা বলছেন, কুকুর সাধারণত নিজের এলাকা চিহ্নিত করে রাখে। আর তা করার জন্য বিভিন্ন স্থানে মূত্রত্যাগ করে কুকুর। অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে তারা। আর এই প্রস্রাবের গন্ধ দীর্ঘদিন গাড়ির চাকায় থেকে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, কুকুর সাধারণত নিজের এলাকা চিহ্নিত করে রাখে। আর তা করার জন্য বিভিন্ন স্থানে মূত্রত্যাগ করে কুকুর। অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে তারা। আর এই প্রস্রাবের গন্ধ দীর্ঘদিন গাড়ির চাকায় থেকে যেতে পারে।
advertisement
4/6
বলা হয়, যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, তাই এই ধরনের কোনও গাড়ি কাছাকাছি এলেই কুকুর বুঝতে পারে। তারা ভাবে নিজের এলাকা বুঝি বেদখল হতে বসল। তাই অন্য কুকুর বেপাড়ায় এলে যেমন স্থানীয় কুকুরদের বাহিনী ঘেউ ঘেউ করে তাদের তাড়াতে উদ্যত হয়, খানিকটা তেমন ভাবেই গাড়ি দেখেও তাড়া করে কুকুরের দল। পাচ্ছে তাদের এলাকা দখল করছে অন্য কেউ সেই ভয়ে।
বলা হয়, যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, তাই এই ধরনের কোনও গাড়ি কাছাকাছি এলেই কুকুর বুঝতে পারে। তারা ভাবে নিজের এলাকা বুঝি বেদখল হতে বসল। তাই অন্য কুকুর বেপাড়ায় এলে যেমন স্থানীয় কুকুরদের বাহিনী ঘেউ ঘেউ করে তাদের তাড়াতে উদ্যত হয়, খানিকটা তেমন ভাবেই গাড়ি দেখেও তাড়া করে কুকুরের দল। পাচ্ছে তাদের এলাকা দখল করছে অন্য কেউ সেই ভয়ে।
advertisement
5/6
তবে এই কারণটি ছাড়াও অন্য বেশ কিছু কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।
তবে এই কারণটি ছাড়াও অন্য বেশ কিছু কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।
advertisement
6/6
আবার কিছু কিছু কুকুর বংশগত ভাবেই আক্রমণাত্মক হয়। রাতে গাড়ির হেডলাইটের তীব্র আলো কিংবা আওয়াজে তাই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। এমনকি, খেলাচ্ছলেও অনেক সময়ে গাড়ি দেখে তাড়া করে থাকতে পারে কুকুর।
আবার কিছু কিছু কুকুর বংশগত ভাবেই আক্রমণাত্মক হয়। রাতে গাড়ির হেডলাইটের তীব্র আলো কিংবা আওয়াজে তাই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। এমনকি, খেলাচ্ছলেও অনেক সময়ে গাড়ি দেখে তাড়া করে থাকতে পারে কুকুর।
advertisement
advertisement
advertisement