Why Dog Chases Cars: রাস্তায় চলন্ত গাড়ি দেখলেই কুকুর তাড়া করে কেন জানেন? আসল কারণ শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে তাড়া করে? কুকুরদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী?
খেয়াল করে দেখে থাকবেন প্রায়শই দেখা যায় রাস্তায় চলন্ত সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ি দেখলেই তাড়া করে রাস্তার কুকুর। শুধু তাই নয়, তারা ছুটন্ত ওই এসব যানের পেছন পেছন দৌড়োয় অনেকটা পথ। স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর চলন্ত যানবাহনের পেছন পেছন দৌড়ে তাড়া করে? কুকুদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? এর কারণ ঠিক কী?
advertisement
advertisement
advertisement
বলা হয়, যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, তাই এই ধরনের কোনও গাড়ি কাছাকাছি এলেই কুকুর বুঝতে পারে। তারা ভাবে নিজের এলাকা বুঝি বেদখল হতে বসল। তাই অন্য কুকুর বেপাড়ায় এলে যেমন স্থানীয় কুকুরদের বাহিনী ঘেউ ঘেউ করে তাদের তাড়াতে উদ্যত হয়, খানিকটা তেমন ভাবেই গাড়ি দেখেও তাড়া করে কুকুরের দল। পাচ্ছে তাদের এলাকা দখল করছে অন্য কেউ সেই ভয়ে।
advertisement
advertisement