বিশেষজ্ঞরা বলছেন, কুকুর সাধারণত নিজের এলাকা চিহ্নিত করে রাখে। আর তা করার জন্য বিভিন্ন স্থানে মূত্রত্যাগ করে কুকুর (Why dogs bark and chase moving vehicles) । অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে তারা। আর এই প্রস্রাবের গন্ধ দীর্ঘদিন গাড়ির চাকায় থেকে যেতে পারে। প্রতীকী ছবি।
বলা হয়, যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, তাই এই ধরনের কোনও গাড়ি কাছাকাছি এলেই কুকুর বুঝতে পারে। তারা ভাবে নিজের এলাকা বুঝি বেদখল হতে বসল। তাই অন্য কুকুর বেপাড়ায় এলে যেমন স্থানীয় কুকুরদের (Why Dog Chases Cars)বাহিনী ঘেউ ঘেউ করে তাদের তাড়াতে উদ্যত হয়, খানিকটা তেমন ভাবেই গাড়ি দেখেও তাড়া করে কুকুরের দল। পাচ্ছে তাদের এলাকা দখল করছে অন্য কেউ সেই ভয়ে। প্রতীকী ছবি।