Oats: উপকারী বলে রোজ ব্রেকফাস্টে খান? এই ৫ শারীরিক সমস্যা থাকলে ওটস ছুঁয়েও দেখবেন না, সর্বনাশ হয়ে যাবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Who Should not Eat Oats: শরীর সুস্থ রাখতে নিয়মিত তাজা ফল, শাকসবজি এবং গোটা শস্য খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওটস শরীর সুস্থ রাখতে সহায়তা করে। প্রতিদিন প্রাতঃরাশে ওটস খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
advertisement
*ওটসে থাকা পুষ্টিকর উপাদান ওজন কমাতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে, হৃদরোগের ঝুঁকি কমায়। অতএব, বলা হয় যে এগুলি ওটমিল বা এনার্জি বার আকারে খাওয়া উচিত। তবে ওটস সবার পক্ষে ভাল নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে ৫ ধরনের মানুষের জন্য ওটস উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।
advertisement
advertisement
advertisement
advertisement
*সিলিয়াক ভিকটিমঃ ওটস প্রাকৃতিকভাবে আঠালো-মুক্ত। তবে এগুলি গম এবং বার্লির মতো আঠাল শস্যের সঙ্গে একসঙ্গে প্রক্রিয়াজাত করা হয়। ফলে ক্রস-দূষণের সম্ভাবনা রয়েছে। ওটস সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রতিরোধের প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। সুতরাং, আপনি পুষ্টির অভাব, পেট ব্যথা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।
advertisement
advertisement