Heart Attack: হার্ট অ্যাটাক কাদের বেশি হয়, ডেইলি রুটিনের 'একটা কাজে' কমবে মরণ-বাচন ভয়, রইল গুরুত্বপূর্ণ তথ্য
- Published by:Pooja Basu
- trending-desk
Last Updated:
যোগব্যায়াম শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। অতএব, কেউ যদি হৃদরোগ এড়াতে চান এবং সর্বদা ফিট থাকতে চান, তাহলে যোগব্যায়ামকে নিজের দৈনন্দিন রুটিনের একটি অংশ করতে হবে।
হার্টের অসুখ এখনকার দ্রুতগতির জীবনযাত্রায় সাধারণ হয়ে উঠছে। সংবাদমাধ্যমের শিরোনামে মাঝে মাঝে উঠে আসে অল্পবয়স্কের হার্ট অ্যাটাকে মৃত্যুর কথা। এই অসুখ এখন আর শুধুই বয়স্কদের মধ্যে আটকে পড়ে নেই, তা ছড়িয়ে পড়েছে তরুণদের মধ্যেও। আসলে ভুল খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে আমাদের হার্টের স্বাস্থ্য প্রভাবিত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
ভুজঙ্গাসন -এই ব্যায়ামটি করার জন্য, বিছানা বা মাদুরে নিজের পেটের উপর সোজা হয়ে শুয়ে পড়তে হবে এবং উভয় হাত কাঁধের সামনে রাখতে হবে, তারপরে ধীরে ধীরে উভয় হাত কাঁধের সামনে আনতে হবে এবং পুরো শরীরটিকে সোজা রাখতে হবে নিজের হাত দিয়ে এবং পা সোজা রেখে, কোমরের উপরের অংশটি ভাসিয়ে রাখতে হবে। ৩০-৬০ সেকেন্ডের জন্য এই ভঙ্গিতে থাকতে হবে।
advertisement
advertisement