First Pet Dog: প্রথম পোষ্য হিসেবে কোন ব্রিডের কুকুর সেরা? যত্নের টিপস কী? জানুন

Last Updated:
West Bardhaman News : এই দুটি প্রজাতির কুকুর বেশ ছোটখাটো। আগে বাড়িতে কুকুর রাখার অভিজ্ঞতা না থাকলেও অসুবিধা হবে না।
1/5
বাড়িতে প্রথম পোষ্য কুকুর রাখার কথা ভাবছেন? কিন্তু কোন ব্রিড আপনার জন্য সেরা হবে? কি প্রজাতির কুকুর রাখলে সুবিধা হবে আপনার?
বাড়িতে প্রথম পোষ্য কুকুর রাখার কথা ভাবছেন? কিন্তু কোন ব্রিড আপনার জন্য সেরা হবে? কি প্রজাতির কুকুর রাখলে সুবিধা হবে আপনার?
advertisement
2/5
বাড়িতে প্রথম কুকুর রাখতে চাইলে আপনার জন্য সেরা হতে পারে স্পিটজ অথবা কালচার পম। এমনটাই জানিয়েছেন পশু চিকিৎসক ও ট্রেনার তারাশঙ্কর দাস।
বাড়িতে প্রথম কুকুর রাখতে চাইলে আপনার জন্য সেরা হতে পারে স্পিটজ অথবা কালচার পম। এমনটাই জানিয়েছেন পশু চিকিৎসক ও ট্রেনার তারাশঙ্কর দাস।
advertisement
3/5
এই দুটি প্রজাতির কুকুর বেশ ছোটখাটো। ফলে আগে বাড়িতে কুকুর রাখার অভিজ্ঞতা না থাকলেও এই কুকুর রাখতে অসুবিধা হবে না।
এই দুটি প্রজাতির কুকুর বেশ ছোটখাটো। ফলে আগে বাড়িতে কুকুর রাখার অভিজ্ঞতা না থাকলেও এই কুকুর রাখতে অসুবিধা হবে না।
advertisement
4/5
তবে বাড়িতে স্পিটজ অথবা কালচার পম রাখলে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর বেশি দিতে হবে। দিতে হবে যথেষ্ট সময়। না হলে আপনার পোষ্যের মেজাজ বিগড়ে যাবে।
তবে বাড়িতে স্পিটজ অথবা কালচার পম রাখলে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর বেশি দিতে হবে। দিতে হবে যথেষ্ট সময়। না হলে আপনার পোষ্যের মেজাজ বিগড়ে যাবে।
advertisement
5/5
ছোট প্রজাতির কুকুর হলেও তার প্রাথমিক শিক্ষার দিকে নজর দিন। সম্ভব হলে ট্রেনার রাখুন। পাশাপাশি আপনার প্রিয় পোষ্যের স্বাস্থ্যের দিকে নজর দিন। তার দৈনন্দিন চলাচলায় কোনও পরিবর্তন হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
ছোট প্রজাতির কুকুর হলেও তার প্রাথমিক শিক্ষার দিকে নজর দিন। সম্ভব হলে ট্রেনার রাখুন। পাশাপাশি আপনার প্রিয় পোষ্যের স্বাস্থ্যের দিকে নজর দিন। তার দৈনন্দিন চলাচলায় কোনও পরিবর্তন হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
advertisement
advertisement
advertisement