Jamai Sashthi 2024 Date: এ বছর কত তারিখে পড়েছে জামাইষষ্ঠী? কবে থেকে জামাই আদরের প্রস্তুতি শুরু করবেন শাশুড়িরা!

Last Updated:
Jamai Sashthi 2024 Date: বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এ বছর কত তারিখে পড়ছে জানেন? ব্যবস্থাপনা করার জন্য আগে থেকেই তারিখ জেনে নেওয়া ভাল। এটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়।
1/6
বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, পাত পেড়ে অতিথিকে বসিয়ে খাওয়ানোটা সবেতেই দেখা যায়। আর কয়েক মাস বাদেই তেমন এক উৎসব আসছে। এক দিনের উৎসব হলেও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করতে অনেক বাঙালি মা-ই দু’তিনদিন ব্যয় করেন।
বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, পাত পেড়ে অতিথিকে বসিয়ে খাওয়ানোটা সবেতেই দেখা যায়। আর কয়েক মাস বাদেই তেমন এক উৎসব আসছে। এক দিনের উৎসব হলেও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করতে অনেক বাঙালি মা-ই দু’তিনদিন ব্যয় করেন।
advertisement
2/6
জামাইষষ্ঠী। বাড়িতে মেয়ে আর জামাইকে আপ্যায়ণ করে মায়েরা রকমারি খাবার খাওয়ান। বহু প্রাচীনকাল থেকে এই নিয়ম রীতি পালন করা হচ্ছে। বিবাহিত মেয়েদের বাড়িতে তাঁদের স্বামীকে সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।
জামাইষষ্ঠী। বাড়িতে মেয়ে আর জামাইকে আপ্যায়ণ করে মায়েরা রকমারি খাবার খাওয়ান। বহু প্রাচীনকাল থেকে এই নিয়ম রীতি পালন করা হচ্ছে। বিবাহিত মেয়েদের বাড়িতে তাঁদের স্বামীকে সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।
advertisement
3/6
বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এ বছর কত তারিখে পড়ছে জানেন? ব্যবস্থাপনা করার জন্য আগে থেকেই তারিখ জেনে নেওয়া ভাল। এটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়।
বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এ বছর কত তারিখে পড়ছে জানেন? ব্যবস্থাপনা করার জন্য আগে থেকেই তারিখ জেনে নেওয়া ভাল। এটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়।
advertisement
4/6
জামাইষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর পুজো করা হয়। জামাইদের আদর-যত্ন করা হয়। মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। ফল-মিষ্টি খাইয়ে কিছু উপহার দেওয়া হয় মেয়ের স্বামীদের।
জামাইষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর পুজো করা হয়। জামাইদের আদর-যত্ন করা হয়। মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। ফল-মিষ্টি খাইয়ে কিছু উপহার দেওয়া হয় মেয়ের স্বামীদের।
advertisement
5/6
তারপরেই শুরু হয় এলাহী খানাপিনা। বাঙালিদের তেলে-ঝোলে মাছ, মাংস, ডিম, রকমারি সব্জি, আরও কত কী খাওয়ানো হয়। জামাইদের মুখে এক গ্রাস তুলে দেন শাশুড়ি-শ্বশুররা।
তারপরেই শুরু হয় এলাহী খানাপিনা। বাঙালিদের তেলে-ঝোলে মাছ, মাংস, ডিম, রকমারি সব্জি, আরও কত কী খাওয়ানো হয়। জামাইদের মুখে এক গ্রাস তুলে দেন শাশুড়ি-শ্বশুররা।
advertisement
6/6
এবার জেনে নিন ২০২৪ সালে জামাইষষ্ঠী কত তারিখে পড়েছে? এই বছর জুন মাসের ১২ তারিখ এই দিনটি উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।
এবার জেনে নিন ২০২৪ সালে জামাইষষ্ঠী কত তারিখে পড়েছে? এই বছর জুন মাসের ১২ তারিখ এই দিনটি উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।
advertisement
advertisement
advertisement