advertisement

Weekend Trip: কলকাতা থেকে এক বাসেই পৌঁছে যান স্বর্গে! ঠিক যেন নিউজিল্যান্ড! সস্তায় থাকা-খাওয়া! জানুন বিস্তারিত

Last Updated:
Weekend Trip: বাসে করে সহজেই যাওয়া যায় এই ছোট্ট স্বর্গে! কলকাতা থেকে খুব দূরে নয়! একবার গেলে ফিরতে মন চাইবে না! জানুন কোথায়, কীভাবে যাবেন! থাকা-খাওয়া-হোটেল সম্পর্কে জানুন
1/6
বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি এখনও লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। তেমনই এক লুকোনো সৌন্দর্যের নাম তালবেড়িয়া ড্যাম। বাঁকুড়া শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই জলাধার প্রকৃতি ও নির্জনতাকে ভালোবাসা পর্যটকদের কাছে ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়-জঙ্গল ঘেরা এই ড্যাম এক আলাদা প্রশান্তির ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি এখনও লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। তেমনই এক লুকোনো সৌন্দর্যের নাম তালবেড়িয়া ড্যাম। বাঁকুড়া শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই জলাধার প্রকৃতি ও নির্জনতাকে ভালোবাসা পর্যটকদের কাছে ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়-জঙ্গল ঘেরা এই ড্যাম এক আলাদা প্রশান্তির ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
বাঁকুড়া শহর থেকে তালবেড়িয়া ড্যামে পৌঁছতে হলে রাণিবাঁধ বা খাতড়া রুট ধরে যাতায়াত করতে হয়। বাঁকুড়া থেকে বাস বা ট্রেকারে খাতড়া কিংবা রাণিবাঁধ পৌঁছে সেখান থেকে স্থানীয় যানবাহনে ড্যামের কাছে যাওয়া যায়। নিজস্ব গাড়িতে গেলে পাহাড়ি রাস্তা ধরে যাত্রা বেশ উপভোগ্য হয়। শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও সন্ধ্যায় রাস্তা কিছুটা সাবধানে চলার প্রয়োজন।
বাঁকুড়া শহর থেকে তালবেড়িয়া ড্যামে পৌঁছতে হলে রাণিবাঁধ বা খাতড়া রুট ধরে যাতায়াত করতে হয়। বাঁকুড়া থেকে বাস বা ট্রেকারে খাতড়া কিংবা রাণিবাঁধ পৌঁছে সেখান থেকে স্থানীয় যানবাহনে ড্যামের কাছে যাওয়া যায়। নিজস্ব গাড়িতে গেলে পাহাড়ি রাস্তা ধরে যাত্রা বেশ উপভোগ্য হয়। শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য সন্ধ্যায় রাস্তা কিছুটা সাবধানে চলার প্রয়োজন।
advertisement
3/6
তালবেড়িয়া ড্যামের চারপাশ জুড়ে রয়েছে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর বিস্তীর্ণ জলরাশি। সকাল ও বিকেলের সময় ড্যামের জলরাশিতে সূর্যের আলো পড়লে দৃশ্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। শীতকালে পরিযায়ী পাখির আনাগোনাও লক্ষ্য করা যায়। নিরিবিলি পরিবেশের কারণে এখানে প্রকৃতি পর্যবেক্ষণ ও ফটোগ্রাফির যথেষ্ট সুযোগ রয়েছে।
তালবেড়িয়া ড্যামের চারপাশ জুড়ে রয়েছে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর বিস্তীর্ণ জলরাশি। সকাল ও বিকেলের সময় ড্যামের জলরাশিতে সূর্যের আলো পড়লে দৃশ্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। শীতকালে পরিযায়ী পাখির আনাগোনাও লক্ষ্য করা যায়। নিরিবিলি পরিবেশের কারণে এখানে প্রকৃতি পর্যবেক্ষণ ও ফটোগ্রাফির যথেষ্ট সুযোগ রয়েছে।
advertisement
4/6
তালবেড়িয়া ড্যামের আশপাশে থাকার জন্য বড় কোনও হোটেল বা রিসর্ট নেই। তবে রাণিবাঁধ, খাতড়া কিংবা বাঁকুড়া শহরে মাঝারি মানের হোটেল ও লজ সহজেই পাওয়া যায়। বেশিরভাগ পর্যটকই একদিনের সফরে ড্যাম ঘুরে ফিরে যান। যারা রাতে থাকতে চান, তাঁদের জন্য শহরে ফিরে থাকার ব্যবস্থাই নিরাপদ ও সুবিধাজনক।
তালবেড়িয়া ড্যামের আশপাশে থাকার জন্য বড় কোনও হোটেল বা রিসর্ট নেই। তবে রাণিবাঁধ, খাতড়া কিংবা বাঁকুড়া শহরে মাঝারি মানের হোটেল ও লজ সহজেই পাওয়া যায়। বেশিরভাগ পর্যটকই একদিনের সফরে ড্যাম ঘুরে ফিরে যান। যারা রাতে থাকতে চান, তাঁদের জন্য শহরে ফিরে থাকার ব্যবস্থাই নিরাপদ ও সুবিধাজনক।
advertisement
5/6
খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ড্যামের কাছে স্থায়ী কোনও খাবারের দোকান নেই বললেই চলে। পথে মাঝে মধ্যে চায়ের দোকান বা ছোট খাবারের স্টল পাওয়া যায়। তাই পর্যটকদের সঙ্গে পর্যাপ্ত জল ও হালকা খাবার নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাঁকুড়া বা খাতড়া ফিরে এলে স্থানীয় খাবারের ভালো ব্যবস্থা রয়েছে।
খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ড্যামের কাছে স্থায়ী কোনও খাবারের দোকান নেই বললেই চলে। পথে মাঝে মধ্যে চায়ের দোকান বা ছোট খাবারের স্টল পাওয়া যায়। তাই পর্যটকদের সঙ্গে পর্যাপ্ত জল ও হালকা খাবার নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাঁকুড়া বা খাতড়া ফিরে এলে স্থানীয় খাবারের ভালো ব্যবস্থা রয়েছে।
advertisement
6/6
অপরিচিত হলেও তালবেড়িয়া ড্যাম পর্যটনের দিক থেকে যথেষ্ট সম্ভাবনাময়। শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতার আকর্ষণ মিলিয়ে যারা ভিড় এড়িয়ে একটু আলাদা অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য তালবেড়িয়া ড্যাম হতে পারে বাঁকুড়া জেলার এক আদর্শ লুকোনো গন্তব্য।
অপরিচিত হলেও তালবেড়িয়া ড্যাম পর্যটনের দিক থেকে যথেষ্ট সম্ভাবনাময়। শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতার আকর্ষণ মিলিয়ে যারা ভিড় এড়িয়ে একটু আলাদা অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য তালবেড়িয়া ড্যাম হতে পারে বাঁকুড়া জেলার এক আদর্শ লুকোনো গন্তব্য।
advertisement
advertisement
advertisement