টাইট অন্তর্বাস পরেন? এই অভ্যাস কোন ভয়ঙ্কর 'অন্ধকারে' ঠেলে দিচ্ছে পুরুষদের...? জানলে শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
আজকাল টাইট জামাকাপড় পরার প্রবণতা ক্রমেই বাড়ছে। অনেকেই মনে করেন টাইট পোশাক পরলে তাঁরা স্টাইলিশ ও ফিট দেখায়। এই ধারায় অনেকেই টাইট অন্তর্বাস পরা শুরু করেন। কিন্তু অতিরিক্ত টাইট অন্তর্বাস পরলে পুরুষদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রকৃতপক্ষে, অণ্ডকোষের স্বাভাবিক তাপমাত্রা শরীরের অন্যান্য অংশের তুলনায় কম থাকে, আর এই তাপমাত্রা বেড়ে গেলে তা প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারে। টাইট অন্তর্বাসের কারণে অণ্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় এবং তাতে শুক্রাণু উৎপাদন কমে যায়। আপনি যদি ইতিমধ্যেই ফার্টিলিটি সমস্যায় ভুগে থাকেন, তাহলে ভুলেও টাইট অন্তর্বাস পরা উচিত নয়। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
কিছু গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত টাইট অন্তর্বাস পরে, তাঁদের রক্তে Follicle-Stimulating Hormone (FSH)-এর মাত্রা বেশি থাকে। এই হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। এই হরমোনের বৃদ্ধি দেখায় যে শরীর চেষ্টা করছে বাড়তি তাপমাত্রার কারণে কমে যাওয়া শুক্রাণু উৎপাদনের ঘাটতি পূরণ করতে। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব ক্ষতিকর। (Representative Image: AI)