Washing Clothes Tips: কাচাকাচি করলেই জামার রঙ উঠছে? ঘরোয়া 'টোটকায়' হবে না ফিকে, থাকবে পুরো নতুন! ছোট্ট 'কাজেই' কেল্লাফতে

Last Updated:
Washing Clothes Tips: ভাল জামা-কাপড় কেনার সঙ্গে সঙ্গে তার যত্ন নেওয়াও খুব জরুরি। নাহলে রং ওঠে জামা-কাপড়ের, রং চটেও যায়। তবে, কিছু ঘরোয়া উপায়ে এই সমস‍্যা এড়াতে পারেন।
1/8
ভাল জামা-কাপড় কেনার সঙ্গে সঙ্গে তার যত্ন নেওয়াও খুব জরুরি। নাহলে রং ওঠে জামা-কাপড়ের, রং চটেও যায়। তবে, কিছু ঘরোয়া উপায়ে এই সমস‍্যা এড়াতে পারেন।
ভাল জামা-কাপড় কেনার সঙ্গে সঙ্গে তার যত্ন নেওয়াও খুব জরুরি। নাহলে রং ওঠে জামা-কাপড়ের, রং চটেও যায়। তবে, কিছু ঘরোয়া উপায়ে এই সমস‍্যা এড়াতে পারেন।
advertisement
2/8
জামা-কাপড়ের সঙ্গে যে ট্যাগ থাকে, সেটিকে ভাল করে পড়তে হবে কাচাকাচির আগে। কীভাবে ধুলে জামা-কাপড় ভাল থাকবে, তা সবসময় লেখা থাকে ট্যাগেই।
জামা-কাপড়ের সঙ্গে যে ট্যাগ থাকে, সেটিকে ভাল করে পড়তে হবে কাচাকাচির আগে। কীভাবে ধুলে জামা-কাপড় ভাল থাকবে, তা সবসময় লেখা থাকে ট্যাগেই।
advertisement
3/8
গরম জলে জামা-কাপড় ভেজানোর অভ্যাস থাকলে, তা অবিলম্বে ছেড়ে দিন। জামা কাচুন ঠান্ডা জলে। গরম জলে ভেজালে তাড়াতাড়ি রং ফিকে হয়ে যায়।
গরম জলে জামা-কাপড় ভেজানোর অভ্যাস থাকলে, তা অবিলম্বে ছেড়ে দিন। জামা কাচুন ঠান্ডা জলে। গরম জলে ভেজালে তাড়াতাড়ি রং ফিকে হয়ে যায়।
advertisement
4/8
কাচার সময় গাঢ় এবং হালকা রংয়ের জামা-কাপড় আলাদা ভেজান। সাদা জামা আলাদা কাচুন। রং উঠলেও অন্য জামায় লাগবে না বা বোঝা যাবে না।
কাচার সময় গাঢ় এবং হালকা রংয়ের জামা-কাপড় আলাদা ভেজান। সাদা জামা আলাদা কাচুন। রং উঠলেও অন্য জামায় লাগবে না বা বোঝা যাবে না।
advertisement
5/8
ওয়াশিং মেশিনে জামা কাচলে সেটিং বুঝে নিন ভাল করে। হালকা ময়লা হলে হেভি সেটিং বাছবেন না। জামা-কাপড় কাচার ক্ষেত্রে ড্রায়ার ব্যবহারে কাজ সহজ হয়। সেটা পড়ে নিন। অনেকসময় ড্রাইার ব‍্যবহারের কারণে কাপড়ের ক্ষতি হয়। হালকা হয়ে যায় রং।
ওয়াশিং মেশিনে জামা কাচলে সেটিং বুঝে নিন ভাল করে। হালকা ময়লা হলে হেভি সেটিং বাছবেন না। জামা-কাপড় কাচার ক্ষেত্রে ড্রায়ার ব্যবহারে কাজ সহজ হয়। সেটা পড়ে নিন। অনেকসময় ড্রাইার ব‍্যবহারের কারণে কাপড়ের ক্ষতি হয়। হালকা হয়ে যায় রং।
advertisement
6/8
একবার পরেই জামা-কাপড় কাচতে যাবেন না। যত বেশি কাচবেন, তত তাড়াতাড়ি খারাপ হবে। বরং হাওয়া লাগতে দিন জামা-কাপড়ে। বাড়ি ফিরে মেলে দিন দড়িতে।
একবার পরেই জামা-কাপড় কাচতে যাবেন না। যত বেশি কাচবেন, তত তাড়াতাড়ি খারাপ হবে। বরং হাওয়া লাগতে দিন জামা-কাপড়ে। বাড়ি ফিরে মেলে দিন দড়িতে।
advertisement
7/8
উল্টো করে কাচুন জামা-কাপড়। এতে সোজা দিকে ঘষা লাগবে না। ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন কাচাকাচিতে। এতে কাপড় নরম থাকে, রং হালকা হয় না।
উল্টো করে কাচুন জামা-কাপড়। এতে সোজা দিকে ঘষা লাগবে না। ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন কাচাকাচিতে। এতে কাপড় নরম থাকে, রং হালকা হয় না।
advertisement
8/8
সাবান-জলে ভইনিগার মেশাতে পারেন। গন্ধ নিয়ে চিন্তা করবেন না। ধোয়ার পরই চলে যাবে। নতুন জামা কিনে এনে আগে জলে লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন। এতে রং বসে যায় কাপড়ে। সহজে হালকা হয় না।
সাবান-জলে ভইনিগার মেশাতে পারেন। গন্ধ নিয়ে চিন্তা করবেন না। ধোয়ার পরই চলে যাবে। নতুন জামা কিনে এনে আগে জলে লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন। এতে রং বসে যায় কাপড়ে। সহজে হালকা হয় না।
advertisement
advertisement
advertisement