কোন 'ভিটামিন' বেশি খেলেই কিডনিতে 'স্টোন' হয়? বড় ক্ষতি হয়ে যাওয়ার আগে থামান...! সঠিক 'ডোজ' জানুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
ভিটামিন D-র প্রধান কাজ হল শরীরে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখা। কিন্তু অতিরিক্ত ভিটামিন D গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, যা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে না গেলে কিডনিতে জমা হতে থাকে। কী কী সমস্যা দেখা দিতে পারে, বিশদে জানুন।
**নয়াদিল্লি:** শরীরের জন্য ভিটামিন D অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হাড়ের সুস্থতা বজায় রাখে এবং ক্যালসিয়ামের শোষণ নিয়ন্ত্রণ করে। তবে, অতিরিক্ত ভিটামিন D সাপ্লিমেন্ট গ্রহণ করলে বিপদ হতে পারে। গবেষণা বলছে, অতিরিক্ত মাত্রায় এই ভিটামিন গ্রহণ করলে কিডনিতে পাথর (Kidney Stone) তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সত্যিই কি তা-ই? জেনে নিন সত্যিটা।
advertisement
**কী ভাবে ভিটামিন D বাড়ায় কিডনির ঝুঁকি?** ভিটামিন D-এর প্রধান কাজ হল শরীরে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখা। কিন্তু অতিরিক্ত ভিটামিন D গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, যা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে না গেলে কিডনিতে জমা হতে থাকে। এভাবেই ক্যালসিয়াম-অক্সালেট বা ক্যালসিয়াম-ফসফেট পাথর গঠিত হয়, যা কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement