Vastu Tips: দিনের ঠিক এই সময়ে ভুলেও হাতে ঝাঁটা নয়, তছনছ গোটা জীবন! পথের ভিখারি হতে পারেন

Last Updated:
Broom Vastu Tips 2025 : বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে সেই নিয়মগুলি মেনে ঘরদোর ঝাঁট দিলে বা পরিষ্কার করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে...
1/9
*নিজের বাড়ি হোক বা ছোট্ট ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তার জন্য অনেকেই বারবার ঘর ঝাড়ামোছা করেন। তবে অধিকাংশ মানুষ হয়তো জানেন না, বাড়ি-ঘর ঝাঁট দেওয়ার একটা নির্দিষ্ট সময় এবং নিয়ম রীতি রয়েছে। প্রতীকী ছবি।
*নিজের বাড়ি হোক বা ছোট্ট ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তার জন্য অনেকেই বারবার ঘর ঝাড়ামোছা করেন। তবে অধিকাংশ মানুষ হয়তো জানেন না, বাড়ি-ঘর ঝাঁট দেওয়ার একটা নির্দিষ্ট সময় এবং নিয়ম রীতি রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/9
*জ্যোতিষাচার্য কিংবা বাস্তু বিশারদরা বলেন, ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা সঠিক অবস্থানে রাখা উচিত। তা না হলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয়। প্রতীকী ছবি।
*জ্যোতিষাচার্য কিংবা বাস্তু বিশারদরা বলেন, ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা সঠিক অবস্থানে রাখা উচিত। তা না হলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয়। প্রতীকী ছবি।
advertisement
3/9
*অনেকেই ঘর ঝাঁট দিয়ে আবর্জনা বাইরে ফেলে দেন। অথচ এই বিষয়টাও কিন্তু মোটেই তেমন শুভ নয়। এটা আর্থিক অবস্থার ব্যাপক ক্ষতি করে, এমনটাই জানিয়েছেন পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ পণ্ডিত মনোৎপল ঝা। প্রতীকী ছবি।
*অনেকেই ঘর ঝাঁট দিয়ে আবর্জনা বাইরে ফেলে দেন। অথচ এই বিষয়টাও কিন্তু মোটেই তেমন শুভ নয়। এটা আর্থিক অবস্থার ব্যাপক ক্ষতি করে, এমনটাই জানিয়েছেন পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ পণ্ডিত মনোৎপল ঝা। প্রতীকী ছবি।
advertisement
4/9
*বাস্তুশাস্ত্রবিদ বলেন, শাস্ত্র এবং বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে। সেই নিয়ম মেনে ঘর পরিষ্কার করলে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে গৃহস্থের উপরে। প্রতীকী ছবি।
*বাস্তুশাস্ত্রবিদ বলেন, শাস্ত্র এবং বাস্তু অনুযায়ী ঝাঁট দেওয়ার নির্দিষ্ট নিয়ম এবং সময় রয়েছে। সেই নিয়ম মেনে ঘর পরিষ্কার করলে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে গৃহস্থের উপরে। প্রতীকী ছবি।
advertisement
5/9
*ঘর ঝাঁট দেওয়ার সময়: পণ্ডিত মনোৎপল ঝা জানিয়েছেন, সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। শুধু তা-ই নয়, ওই সময় ঘরের ময়লা আবর্জনাও বাইরেও ফেলা উচিত নয়। এতে দারিদ্র্যের বাতাবরণ তৈরি হয়। প্রতীকী ছবি।
*ঘর ঝাঁট দেওয়ার সময়: পণ্ডিত মনোৎপল ঝা জানিয়েছেন, সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। শুধু তা-ই নয়, ওই সময় ঘরের ময়লা আবর্জনাও বাইরেও ফেলা উচিত নয়। এতে দারিদ্র্যের বাতাবরণ তৈরি হয়। প্রতীকী ছবি।
advertisement
6/9
*সূর্য অস্তমিত হলে অথবা সূর্যাস্তের সময়ে ঘরদোর ঝাঁট দেওয়া উচিত নয়। যদি সন্ধ্যায় ঝাঁট দিতেই হয়, তাহলে সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ঘর পরিস্কার করা উচিত। প্রতীকী ছবি।
*সূর্য অস্তমিত হলে অথবা সূর্যাস্তের সময়ে ঘরদোর ঝাঁট দেওয়া উচিত নয়। যদি সন্ধ্যায় ঝাঁট দিতেই হয়, তাহলে সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ঘর পরিস্কার করা উচিত। প্রতীকী ছবি।
advertisement
7/9
*আসলে জরুরি পরিস্থিতিতে মাঝেমধ্যে সন্ধ্যায় ঝাঁট দেওয়ার পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে ময়লা আবর্জনা একটি ব্যাগে ভরে তা এক কোণে রেখে দেওয়া উচিত। তা কোনওভাবেই বাইরে ফেলা চলবে না। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। আর সুখ-সমৃদ্ধি উপচে পড়বে আপনার সংসারে। প্রতীকী ছবি।
*আসলে জরুরি পরিস্থিতিতে মাঝেমধ্যে সন্ধ্যায় ঝাঁট দেওয়ার পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে ময়লা আবর্জনা একটি ব্যাগে ভরে তা এক কোণে রেখে দেওয়া উচিত। তা কোনওভাবেই বাইরে ফেলা চলবে না। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। আর সুখ-সমৃদ্ধি উপচে পড়বে আপনার সংসারে। প্রতীকী ছবি।
advertisement
8/9
*সন্ধ্যায় আবর্জনা পরিষ্কার নয়, পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ আরও বলেন, আমরা অনেক সময়ই দেখি সেলুন, পার্লার বা স্যালঁতে চুল কাটা হলে তা সন্ধ্যাবেলায় বাইরে ফেলা হয় না। বরং তা একটা ব্যাগে ভরে রাখা হয় এবং পরের দিন সকালে সেই ময়লা পরিষ্কার করেন পার্লারের কর্মীরা। প্রতীকী ছবি।
*সন্ধ্যায় আবর্জনা পরিষ্কার নয়, পূর্ণিয়ার বাস্তুশাস্ত্রবিদ আরও বলেন, আমরা অনেক সময়ই দেখি সেলুন, পার্লার বা স্যালঁতে চুল কাটা হলে তা সন্ধ্যাবেলায় বাইরে ফেলা হয় না। বরং তা একটা ব্যাগে ভরে রাখা হয় এবং পরের দিন সকালে সেই ময়লা পরিষ্কার করেন পার্লারের কর্মীরা। প্রতীকী ছবি।
advertisement
9/9
*যদিও এই ভাবনাটি একান্ত তাঁরই, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। আসলে বাস্তুশাস্ত্রে বলা হয়ে, সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে ঝাঁট দেওয়া কখনওই উচিত হয়। প্রতীকী ছবি।
*যদিও এই ভাবনাটি একান্ত তাঁরই, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। আসলে বাস্তুশাস্ত্রে বলা হয়ে, সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে ঝাঁট দেওয়া কখনওই উচিত হয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement