Facepacks for dull skin: ফিরবে ত্বকের জেল্লা , ঘরেই বানিয়ে ফেলুন এই ফেসপ্যাকগুলো... জেনে নিন
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন আমাদের নেওয়া হয় না। ফলে আমাদের ত্বক প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু, ত্বকের জেল্লা ফেরাতে রয়েছে বেশ কয়েকটি ফেসপ্যাক। মুখে মাখলেই প্রাণ ফিরে পাবে। জেল্লা ফিরবে ত্বকে। উজ্জ্বল হবে ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ত্বক। জেনে নেওয়া যাক এইরকমই বেশ কয়েকটি ফেসপ্যাক।
বেসন এবং দইয়ের মিশ্রণ- বেসন এবং দই ২:১ পরিমাণে মিশিয়ে মুখে মাখতে হবে। বেসন ত্বকের মরা ত্বক সরিয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে দই ত্বকের জেল্লা বাড়ায়।
দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন আমাদের নেওয়া হয় না। ফলে আমাদের ত্বক প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু, ত্বকের জেল্লা ফেরাতে রয়েছে বেশ কয়েকটি ফেসপ্যাক। মুখে মাখলেই প্রাণ ফিরে পাবে। জেল্লা ফিরবে ত্বকে। উজ্জ্বল হবে ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ত্বক। জেনে নেওয়া যাক এইরকমই বেশ কয়েকটি ফেসপ্যাক।বেসন এবং দইয়ের মিশ্রণ- বেসন এবং দই ২:১ পরিমাণে মিশিয়ে মুখে মাখতে হবে। বেসন ত্বকের মরা ত্বক সরিয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে দই ত্বকের জেল্লা বাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement