Valentines Day 2024 Gift Ideas: প্রেমিকাকে কাছে পেতে চান? ভ্যালেন্টাইন্স ডে-তে দিন এই উপহার! অন্যটা দিলে কিন্তু তছনছ হবে প্রেম

Last Updated:
Valentines Day 2024 Gift Ideas: যা ইচ্ছে হল, উপহার দিয়ে দেবেন না। জানুন কোন উপহার দিলে আরও গাঢ় হবে সম্পর্ক।
1/8
আজ, বুধবার গোলাপদিবস দিয়ে শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ। ভালবাসার উদযাপন চলবে আগামী বুধবার ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত।
আজ, বুধবার গোলাপদিবস দিয়ে শুরু হয়ে গেল প্রেমের সপ্তাহ। ভালবাসার উদযাপন চলবে আগামী বুধবার ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত।
advertisement
2/8
বিবাহিত বা অবিবাহিত-সম্পর্ক যে স্তরেই থাকুক না কেন, এই বিশেষ সপ্তাহে মনের মানুষকে উপহার দেওয়ার জন্য চলতে থাকে পরিকল্পনা।
বিবাহিত বা অবিবাহিত-সম্পর্ক যে স্তরেই থাকুক না কেন, এই বিশেষ সপ্তাহে মনের মানুষকে উপহার দেওয়ার জন্য চলতে থাকে পরিকল্পনা।
advertisement
3/8
বাস্তুশাস্ত্রে যদি বিশ্বাস করেন, তাহলে উপহার কেনার আগে ভাবুন। যা ইচ্ছে হল, উপহার দিয়ে দেবেন না। জানুন কোন উপহার দিলে আরও গাঢ় হবে সম্পর্ক।
বাস্তুশাস্ত্রে যদি বিশ্বাস করেন, তাহলে উপহার কেনার আগে ভাবুন। যা ইচ্ছে হল, উপহার দিয়ে দেবেন না। জানুন কোন উপহার দিলে আরও গাঢ় হবে সম্পর্ক।
advertisement
4/8
কোন উপহার প্রিয়জনকে দিলে তছনছ হয়ে যাবে প্রেমের জীবন, ছিঁড়ে যাবে সম্পর্কের তার, জানুন সেটাও। বলছেন পণ্ডিত কল্কিরাম।
কোন উপহার প্রিয়জনকে দিলে তছনছ হয়ে যাবে প্রেমের জীবন, ছিঁড়ে যাবে সম্পর্কের তার, জানুন সেটাও। বলছেন পণ্ডিত কল্কিরাম।
advertisement
5/8
ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দিন ব্যাম্বু প্ল্যান্ট। এই উপহার খুবই শুভ বলে মনে করা হয়। এই ইন্ডোর প্ল্যান্টকে শুভ বলে মান্যতা দেওয়া হয়। এই উপহারে আপনাদের প্রেমের বন্ধন মজবুত হবে।
ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দিন ব্যাম্বু প্ল্যান্ট। এই উপহার খুবই শুভ বলে মনে করা হয়। এই ইন্ডোর প্ল্যান্টকে শুভ বলে মান্যতা দেওয়া হয়। এই উপহারে আপনাদের প্রেমের বন্ধন মজবুত হবে।
advertisement
6/8
লাফিং বুডঢার উপহারও প্রিয়জনকে উপহার দিতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-তে। বাস্তুশাস্ত্র মতে এই উপহার খুবই শুভ। শান্তির প্রতীক এই উপহার।
লাফিং বুডঢার উপহারও প্রিয়জনকে উপহার দিতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-তে। বাস্তুশাস্ত্র মতে এই উপহার খুবই শুভ। শান্তির প্রতীক এই উপহার।
advertisement
7/8
প্রেমের সপ্তাহে উপহার হিসেবে সবথেকে বেশি জনপ্রিয় ফুলের তোড়া। লাল বা গোলাপি রঙের গোলাপ দিতে পারেন উপহারে।
প্রেমের সপ্তাহে উপহার হিসেবে সবথেকে বেশি জনপ্রিয় ফুলের তোড়া। লাল বা গোলাপি রঙের গোলাপ দিতে পারেন উপহারে।
advertisement
8/8
গোলাপ শুভ হলেও দেখবেন যেন তাতে কাঁটা না থাকে। তাহলে সম্পর্কেও আসতে পারে কণ্টকময় দ্বন্দ্ব।
গোলাপ শুভ হলেও দেখবেন যেন তাতে কাঁটা না থাকে। তাহলে সম্পর্কেও আসতে পারে কণ্টকময় দ্বন্দ্ব।
advertisement
advertisement
advertisement