এই গাছগুলো ঘরে রাখুন, সুখ-সমৃদ্ধি আসবেই !
Last Updated:
সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে লোকে কতই চেষ্টা করেন ৷ কখনও জোত্যিষের কাছে দৌঁড়ান, তো কখনও ফেং শুই বা বাস্তু বদলে দেন ৷ কিন্তু জানেন কী, ভারতীয় জোত্যিষ শাস্ত্রে রয়েছে এমন কিছু গাছের নাম, যা ঘরে রাখলে আপনার ঘরে সৌভাগ্য নাকি আসবেই ৷ তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না, নিতে হবে যত্ন !
বাস্তুতন্ত্র মতে ‘মানি প্ল্যান্ট’ নাকি খুবই সৌভাগ্যদায়ী গাছ ৷ এই গাছ নাকি ঘরে রাখলে, সারা ঘরে এক পজেটিভ এনার্জি সরবরাহ হয় ৷ যার ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করে ৷ ঘরে মানি প্ল্যান রাখলে, নিয়মিত পরিষ্কার করুন ৷ লাল হয়ে যাওয়া পাতা গুলো ফেলে দিন ৷ কাচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করুন !
advertisement
advertisement
advertisement