সাদা কাপড়ে হলুদের ছোপ? খুব সহজেই তুলুন এভাবে

Last Updated:
1/6
• সাদা কাপড়ে একবার হলুদ বা অন্য কিছুর দাগ লেগে গেলে তা ওঠানো খুবই মুশকিল ৷ তা দেখতে খারাপ তো লাগেই ৷ পাশাপাশি সুন্দর জামাটাই পরার অযোগ্য হয়ে যায় ৷ তাই সহজে দাগ তোলার উপায় জেনে রাখা ভাল ৷
• সাদা কাপড়ে একবার হলুদ বা অন্য কিছুর দাগ লেগে গেলে তা ওঠানো খুবই মুশকিল ৷ তা দেখতে খারাপ তো লাগেই ৷ পাশাপাশি সুন্দর জামাটাই পরার অযোগ্য হয়ে যায় ৷ তাই সহজে দাগ তোলার উপায় জেনে রাখা ভাল ৷
advertisement
2/6
• ভিনিগার: অর্ধেক কাপ ভিনিগার স্টেইন হওয়া জায়গায় ভাল করে লাগিয়ে দিন ৷ দাগ উঠে যাবে ৷
• ভিনিগার: অর্ধেক কাপ ভিনিগার স্টেইন হওয়া জায়গায় ভাল করে লাগিয়ে দিন ৷ দাগ উঠে যাবে ৷
advertisement
3/6
• লেবু: জলের মধ্যে লেবুর রস মেশান ৷ এবার সেই জল একটু গরম করুন ৷ গরম করার সময় আবার কয়েকটি লেবুর টুকরো ফেলে দিন তাতে ৷ এবার সেই জল টাবে ঢেলে নিন ৷ এই জলে কিছুক্ষণ দাগ লাগা জামাটি ঢুবিয়ে রাখুন ৷ দাগ উঠে যাবে ৷
• লেবু: জলের মধ্যে লেবুর রস মেশান ৷ এবার সেই জল একটু গরম করুন ৷ গরম করার সময় আবার কয়েকটি লেবুর টুকরো ফেলে দিন তাতে ৷ এবার সেই জল টাবে ঢেলে নিন ৷ এই জলে কিছুক্ষণ দাগ লাগা জামাটি ঢুবিয়ে রাখুন ৷ দাগ উঠে যাবে ৷
advertisement
4/6
• লেবু ও নুন: দাগের উপর খানিকটা লেবুর রস আর নুন ভাল করে মিশিয়ে দিন ৷ দাগ উঠে যাবে ৷
• লেবু ও নুন: দাগের উপর খানিকটা লেবুর রস আর নুন ভাল করে মিশিয়ে দিন ৷ দাগ উঠে যাবে ৷
advertisement
5/6
• ভদকা: স্টেইন এলাকা ভদকা দিয়ে ঘষে নিলে দাগ উঠে যায় ৷
• ভদকা: স্টেইন এলাকা ভদকা দিয়ে ঘষে নিলে দাগ উঠে যায় ৷
advertisement
6/6
• বেকিং সোডা: চার টেবলচামচ বেকিং সোডা নিন ৷ তা জলের সঙ্গে মিশিয়ে নিন ৷ এবার সেই ঘন পেস্টটি দাগের উপর ভাল করে মাখিয়ে দিন ৷ কিছুক্ষণ রেখে তুলে ফেলুন ৷ দাগ উঠে যাবে ৷
• বেকিং সোডা: চার টেবলচামচ বেকিং সোডা নিন ৷ তা জলের সঙ্গে মিশিয়ে নিন ৷ এবার সেই ঘন পেস্টটি দাগের উপর ভাল করে মাখিয়ে দিন ৷ কিছুক্ষণ রেখে তুলে ফেলুন ৷ দাগ উঠে যাবে ৷
advertisement
advertisement
advertisement