Unknown facts about mango: আম খেতে ভালবাসেন? বলুন তো আম কোন দেশের ফল? নামই বা কে রাখল! অবাক করা আম-কাহিনি
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
২২ জুলাই একটি বিশেষ দিন, জানেন কী? এই দিনটি জাতীয় আম দিবস হিসেবে খ্যাত। ফলের রাজা আমের জন্য একটি আলাদা দিন থাকবে না তা কি হয়? রসনার তৃপ্তি, পুষ্টিগুণেও সেরা, আমেরই উদযাপন আজ।
advertisement
খোসার ভিতরে পুরু রসালো মাংসল অংশই আমের সবচেয়ে বেশি উপভোগ্য। একেবারে ভিতরে থাকে শক্ত আঁটি। এই ধরনের গড়ন প্লাম, চেরি বা পিচ ফলের মতো বলে আমকেও তাদের গোত্রে ফেলে স্টোন ফ্রুট বা পাথুরে ফল বলা হয়। আঁটি যে পাথরের মতোই শক্ত! আমের মধ্যে ১৪ শতাংশই মিষ্টি শর্করা, ০.৫ শতাংশ অ্যাসিড। বাকি অংশ নানা প্রকার ভিটামিন এবং খনিজে ভরপুর।
advertisement
আম ভারতীয় লোককাহিনীর সঙ্গে জড়িত। ভগবান বুদ্ধকে নাকি একটি আমের বাগান দেওয়া হয়েছিল, যাতে তিনি ছায়াযুক্ত গাছের নীচে বিশ্রাম নিতে পারেন। আমকে ইংরেজি এবং স্প্যানিশ-ভাষী দেশগুলিতে 'ম্যাঙ্গো' বলা হয়। এই নামটি মালয় শব্দ "মান্না" থেকে উদ্ভূত হয়েছিল। পর্তুগিজরা ১৪৯০-এর দশকে মশলা বাণিজ্যের জন্য কেরালায় আসার পর 'মান্না' থেকে "মাঙ্গা" শব্দের উদ্ভব হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement