Weekend Trip: শিলিগুড়ির একেবারে কাছেই এই জায়গা, ছবির চেয়েও সুন্দর, পুজোয় ঘুরে আসুন
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: শীতের সময় বা পিকনিকের মরশুমে নয় সারা বছরই প্রচুর মানুষ ভিড় জমায় এই জায়গায়। শিলিগুড়ি মিরিকগামী জাতীয় জাতীয় সড়ক দিয়ে যাবার পথেই দুধিয়া বাজারেই রয়েছে সুন্দর এই জায়গা।
*শহরের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছেন ঘরে থাকতে ভাললাগছে না? তাহলে এই একঘেয়েমি তীব্র গরম থেকে দূরে দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে একদম কাছে দুধিয়ার বালাসন নদীর ধারে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসুন। চারিদিকে পাহাড় প্রকৃতির মাঝে এই বালাসন নদীর ধারে কিছুটা সময় কাটালে নিমেষে এই মন ভাল হয়ে যাবে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement








