Japanese Cry therapy: 'কাঁদো, কাঁদা প্র্যাকটিস করো'- কান্নায় জীবনের মানে খোঁজার পাঠ শেখাচ্ছে জাপান
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
গোটা বিশ্ব যেখানে ভাল থাকার জন্য হাসিকেই প্রাধান্য দিচ্ছে। সেখানে জাপানিরা কিন্তু উল্টো পথে হাঁটছেন।
advertisement
advertisement
কেঁদে ভাল থাকার এই পদ্ধতি, এই পদ্ধতির একটি জাপানি নামও দিয়েছে তারা। এই পদ্ধতির নাম হল- 'রুইকাতসু'। যার মূল মন্ত্র হল- কাঁদো, কাঁদা অভ্যাস করো। তবে এই কান্না দুর্বলতা থেকে নয়। কষ্টকর আবেগ থেকে মুক্তির জন্য, নিজেকে আবার নতুন করে উঠিয়ে দাঁড় করানোর জন্য, আবেগ আর মনের ছেঁড়া তার আবার জোড়া লাগানোর জন্য।
advertisement
advertisement
advertisement