বাড়ির মতো আরামের জায়গা আর হয় না আমাদের কাছে৷ বাড়িতে নিজের ঘর আমাদের কাছে সবথেকে নিশ্চিন্ত জায়গা৷ কিন্তু পড়াশোনা, চাকরির কারণে অন্যত্র যেতে হয় অনেক সময়েই৷ বিবাহসূত্রে মেয়েদের পা রাখতে হয় শ্বশুরবাড়িতে৷ কিন্তু অনেক সময়েই আমরা হোমসিক হয়ে পড়ি৷ কী করে তা কাটিয়ে উঠতে পারি, রইল টিপস৷
2/ 5
নতুন জায়গায় গিয়ে মানিয়ে নিতে একটু সমস্যা তো হবেই৷ চাকরি বা কর্মসূত্রে গেলে নতুন নতুন পরিচিতি তৈরি করুন৷ ইন্ট্রোভার্ট হলে নতুন বন্ধুত্ব তৈরি করতে সমস্যা হয় ঠিকই৷ কিন্তু হোমসিক হয়ে একা থাকার থেকে বন্ধুত্ব করা ভাল৷
3/ 5
সকলে আপনাকে ছেড়ে গেলেও, আপনার ‘হবি’ বা শখ ছেড়ে যায় না৷ নতুন পরিবেশে কাজের পাশাপাশি নিজের শখ চর্চা করতে ভুলবেন না৷ পুরনো শখ আপনাকে ভার্চুয়ালি নিয়ে যাবে পুরনো জায়গায়৷ কিন্তু হোমসিকও হবেন না৷
4/ 5
ভিডিও গেম, গল্পের বই, বাগান করা, লেখালেখি, সিনেমা বা নেটসিরিজ দেখা, ছবি আঁকা, গান করা, খেলাধুলো-সহ যে কোনও শখই আপনার সঙ্গী হতে পারে৷ আপনার মন পূর্ণ থাকবে৷ কোথা দিয়ে সময় কেটে যাবেন, টের পাবেন না৷
5/ 5
অন্যের পাশে দাঁড়ান৷ যোগাযোগ করতে পারেন কোনও এনজিও-তে কাজের জন্য৷ এতে একদিকে নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হবে৷ আবার আপনার সময়ও কাটবে৷