Increasing Hemoglobin: অ্যানিমায়ার অবর্থ্য ওষুধ! ঘরোয়া এই সবজির স্যুপেই শরীরে ম্যাজিকের মত হিমোগ্লোবিন বাড়বে, কোনও মাছ-মাংস-ডিম খেতে হবে না
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
East Bardhaman News: স্বাস্থ্যগুণে সমৃদ্ধ এই সুপটি একেবারেই অয়েল ফ্রি৷ তাই স্বাস্থের জন্য এটি বিশেষ কার্যকরী।
advertisement
advertisement
ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই সুপটি শরীরে রক্তের পরিমাণ বাড়াতে বিশেষ কার্যকরী বলে মত ডঃ মিল্টন বিশ্বাসের।শরীরের রক্তে যোগান বৃদ্ধি করতে কার্যকরী এই সুপটি বানানোর জন্য উপকরণ হিসেবে লাগবে মুসুর ডাল, সজনে ডাঁটা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, কলার থোড়, মটরশুটি, বিটরুট, টমেটো আদা কুচি গোলমরিচ গুঁড়ো এবং কুলেখাড়া পাতা। স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে লবণ ব্যবহার করা যেতে পারে।
advertisement
এই সুপটি বানানোর জন্য, প্রথমে সবজিগুলিকে ভালভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প পরিমাণে নুন মিশিয়ে নিতে হবে।এরপর পরিমাণ মতজল দিয়ে , ১০ থেকে ১৫ মিনিট সবকিছুকে একসঙ্গে সিদ্ধ করতে হবে। সবজি গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, একটি ছাঁকনির মাধ্যমে সেগুলিকে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবল সুপটি।
advertisement









