Healthy Lifestyle: এইভাবে মটরশুঁটি রেখে দেখেছেন? সারা বছর সবুজ থাকবে কিন্তু...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বারো মাস মটরের রং থাকবে সবুজ, শুধু এই নিয়ম জানতে হবে
advertisement
শীতের শুরু থেকে এই শুঁটির চাহিদা থাকে দারুণ। এছাড়াও বাঁধকপি বা শাক সবজিতে কড়াই শুঁটি হল বিশেষ উপকরণ। শীতের সময় এ সমস্ত জিনিস হাতের কাছে পাওয়া যায় খুব সহজে। এই টাটকা তাজা জিনিসের দামও কম। যদিও সারা বছরই সবুজ শুঁটির কড়াই পাওয়া যায় তবে এই নিয়ম জানা থাকলে কোনওরকম কেমিক্যাল ছাড়া সবুজ মটর কড়াই পাবেন।
advertisement
advertisement
এর জন্য ভাল দানার সবুজ শুঁটি খোলা থেকে ছাড়িয়ে নিতে হবে। ছড়ানো হলে একটি পাত্রে জল দিয়ে মটর শুঁটি ফুটিয়ে নিতে হবে। প্রথমে পাত্রে জল ফুটতে শুরু হলে দু লিটার জলে দেড় থেকে দু চামচ চিনি দিন। এর পর ফুটন্ত জলে কড়াই ঢেলে দিন। কয়েক মিনিট জলে কড়াই ফোটার পর, দেখা যাবে এক এক করে সমস্ত কড়াই ফুটন্ত জলের উপর ভাসতে শুরু করেছে। এভাবে কয়েক মিনিট ফুটে যাওয়ার পর সমস্ত কড়াই ভেসে উঠবে।
advertisement
advertisement
