Healthy Tips: ওষুধের খনি, বমি, ডায়েরিয়া অসুখের যম, একটা পাতা খেলেই নিমেষে অসুখ থেকে মিলবে মুক্তি, জানুন বিশেষজ্ঞের মতামত

Last Updated:
এই পাতা গুঁড়ো বা তেল হিসেবেও ব্যবহার করা হয়৷ এছাড়া পেস্ট বানিয়ে নিন৷ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
1/5
এই গাছের পাতা প্রাকৃতিকভাবে বেশ শীতল, তাই পেটের সমস্যা মেটাতে এর জুড়ি মেলা ভার৷ শুধু পেটের সমস্যা নয়, আরও নানা ধরনের অসুখকে সাড়িয়ে দিতে পারে এই পাতা৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ অঙ্কুর তানওয়ার এই পাতার গুণাগুণ সম্বন্ধে বিস্তারিত জানান৷
এই গাছের পাতা প্রাকৃতিকভাবে বেশ শীতল, তাই পেটের সমস্যা মেটাতে এর জুড়ি মেলা ভার৷ শুধু পেটের সমস্যা নয়, আরও নানা ধরনের অসুখকে সাড়িয়ে দিতে পারে এই পাতা৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ অঙ্কুর তানওয়ার এই পাতার গুণাগুণ সম্বন্ধে বিস্তারিত জানান৷
advertisement
2/5
এই পাতা গুঁড়ো বা তেল হিসেবেও ব্যবহার করা হয়৷  এছাড়া পেস্ট বানিয়ে নিন৷ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
এই পাতা গুঁড়ো বা তেল হিসেবেও ব্যবহার করা হয়৷ এছাড়া পেস্ট বানিয়ে নিন৷ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
advertisement
3/5
মানসিক চাপ ও বিষন্নতার উপসর্গ দূর করতে এই গাছের পাতা খুবই উপকারী৷ এই পাতা পিষে মাথায় লাগালে, শীতলতা প্রদান করে৷ এর ফলে ভাল ঘুম হয়৷ ফলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়৷
মানসিক চাপ ও বিষন্নতার উপসর্গ দূর করতে এই গাছের পাতা খুবই উপকারী৷ এই পাতা পিষে মাথায় লাগালে, শীতলতা প্রদান করে৷ এর ফলে ভাল ঘুম হয়৷ ফলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়৷
advertisement
4/5
অর্ধেক চামচ হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন৷ এতে পেটের ব্যথা অনেকটাই কমে৷ এছাড়া বমি, ডায়রিয়া এবং বদহজমের সমস্যা থেকেও উপসম পাওয়া যায়৷
অর্ধেক চামচ হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন৷ এতে পেটের ব্যথা অনেকটাই কমে৷ এছাড়া বমি, ডায়রিয়া এবং বদহজমের সমস্যা থেকেও উপসম পাওয়া যায়৷
advertisement
5/5
আয়ুর্বেদ চিকিৎসক জানান, এই কাঠ শক্ত এবং ঔষধি গুণে পরিপূর্ণ। এর তেলের প্রায় অর্ধ ডজন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। এ ছাড়া এর পাতা মাত্র এক সপ্তাহ চিবিয়ে খেলে বছরের পুরনো দাঁতের ব্যথা সেরে যায়।
আয়ুর্বেদ চিকিৎসক জানান, এই কাঠ শক্ত এবং ঔষধি গুণে পরিপূর্ণ। এর তেলের প্রায় অর্ধ ডজন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। এ ছাড়া এর পাতা মাত্র এক সপ্তাহ চিবিয়ে খেলে বছরের পুরনো দাঁতের ব্যথা সেরে যায়।
advertisement
advertisement
advertisement