Cheap Dooars Tourism: মন ভরা প্রকৃতি, চোখের আরাম, সস্তার ছোট ট্যুরে পরিবারের সঙ্গে ক’দিন কাটান! মানসিক শান্তি পাবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ছবির মত সুন্দর কোনও স্থানে ক'টা দিন কাটালেই মিলবে মানসিক শান্তি,খুঁজছেন এমন জায়গা?তাহলে চলে আসুন আলিপুরদুয়ারের মেন্দাবাড়ি গ্রামে।
advertisement
advertisement
যদিও বন দফতরের তরফে মেন্দাবাড়ির জঙ্গলে সাফারির ব্যবস্থা রয়েছে। তবে এলাকাবাসীদের মতে জঙ্গল শেষ কথা নয়,ছবির মত সুন্দর গ্রাম মেন্দাবাড়ি। গ্রামটিতে নীরবতা এতটাই বিরাজ করে যে শুধু সন্ধ্যা বেলাতে নয়,দিনের বেলাতেও শোনা যায় ঝি ঝি পোকার শব্দ।সব থেকে বড় কথা সাফারি করতে না গিয়েও এই এলাকাতে সবসময় দেখতে পাওয়া যায় বন্য প্রাণীর আনাগোনা। মেন্দাবাড়ি গ্রামে এলে পরিচয় হবে রাভা পরিবারের সঙ্গে। তাঁদের সংস্কৃতি, ভাষা, খাদ্যভ্যাস সবই চোখের সামনে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement