সেইদিন থেকেই বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদের শাঁখা পরা শুরু, এই ভাবেই মেয়েরা আপন করেছে নতুন রীতিকে

Last Updated:
1/7
বাঙালির ঘরে ঘরে শাঁখার সঙ্গে পলা পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় ৷ তার পিছনে অবশ্য কারণ আছে ৷ প্রতীকী ছবি ৷
বাঙালির ঘরে ঘরে শাঁখার সঙ্গে পলা পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় ৷ তার পিছনে অবশ্য কারণ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
সেন রাজা বল্লাল সেনের সময়েই দক্ষিণ ভারত থেকে বাংলায় শাখা শিল্পের সূচনা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
সেন রাজা বল্লাল সেনের সময়েই দক্ষিণ ভারত থেকে বাংলায় শাখা শিল্পের সূচনা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
পুরাণ মতে শঙ্খাসুরের অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ৷ শঙ্খাসুরের বিনাশ ঘটিয়ে পৃথিবী থেকে অত্যাচারীর অত্যাচারের অবসান ঘটাতেই ভগবান নারায়ণ শঙ্খাসুরকে বধ করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
পুরাণ মতে শঙ্খাসুরের অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ৷ শঙ্খাসুরের বিনাশ ঘটিয়ে পৃথিবী থেকে অত্যাচারীর অত্যাচারের অবসান ঘটাতেই ভগবান নারায়ণ শঙ্খাসুরকে বধ করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
তবে শঙ্খাসুরের স্ত্রী তুলসিদেবী অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন ৷ স্বামীর অমরত্ব প্রার্থনা করে বিষ্ণুর পুজো শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
তবে শঙ্খাসুরের স্ত্রী তুলসিদেবী অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন ৷ স্বামীর অমরত্ব প্রার্থনা করে বিষ্ণুর পুজো শুরু করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
তখনই বিষ্ণু তুলসির সাধনায় সন্তুষ্ট হয়ে তুলসিদেবী ও শঙ্খাসুরের দেহের অংশ থেকে শাঁখা সৃষ্টি করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
তখনই বিষ্ণু তুলসির সাধনায় সন্তুষ্ট হয়ে তুলসিদেবী ও শঙ্খাসুরের দেহের অংশ থেকে শাঁখা সৃষ্টি করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
সেই থেকেই স্বামী পরায়ণা স্ত্রী তুলসিদেবীর চিহ্ন হিসাবে স্বামীর অক্ষয় জীবন লাভের ক্ষেত্রে হিন্দু বিবাহিত নারীর বিবাহিত সম্পর্কের চিহ্ন হিসাবে শাঁখা পড়তে শুরু করেন ৷ প্রতীকী ছবি ৷
সেই থেকেই স্বামী পরায়ণা স্ত্রী তুলসিদেবীর চিহ্ন হিসাবে স্বামীর অক্ষয় জীবন লাভের ক্ষেত্রে হিন্দু বিবাহিত নারীর বিবাহিত সম্পর্কের চিহ্ন হিসাবে শাঁখা পড়তে শুরু করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
বিবাহিত হিন্দু নারীদের শাঁখার সঙ্গে পলা ও নোয়া পরার প্রবণতা আছে ৷ তবে বৈজ্ঞানিক কারণ হিসাবে দেখলে রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান ক্যালসিয়াম ও আয়রণ ৷ এই দুটি উপাদানই রজস্রাবের সঙ্গে অতিরিক্ত মাত্রায় বেরিয়ে যায় ৷ নোয়া নিয়মিত রক্তের মধ্যে ক্যালসিয়াম ও আয়রণের গাটতি পূরণ করে বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
বিবাহিত হিন্দু নারীদের শাঁখার সঙ্গে পলা ও নোয়া পরার প্রবণতা আছে ৷ তবে বৈজ্ঞানিক কারণ হিসাবে দেখলে রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান ক্যালসিয়াম ও আয়রণ ৷ এই দুটি উপাদানই রজস্রাবের সঙ্গে অতিরিক্ত মাত্রায় বেরিয়ে যায় ৷ নোয়া নিয়মিত রক্তের মধ্যে ক্যালসিয়াম ও আয়রণের গাটতি পূরণ করে বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement