Tea Health Tips: চায়ের সঙ্গে 'নোনতা' খাচ্ছেন? অজান্তে বিষ ঢুকে ফোঁপরা শরীর, কী কী ক্ষতি হতে পারে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tea Health Tips: এই সব খাবার শুধু অস্বাস্থ্যকর তাই নয়, শরীরকে ভেতর থেকে কুড়ে কুড়ে ফোঁপরা করে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
*বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ নোনতা খাবারেই অত্যধিক মাত্রায় নুন এবং প্রিজারভেটিভ থাকে। শুধু তাই নয়, এসব খাবার রগরগে করে তেলে ভাজাও হয়। ফলে নামমাত্র পুষ্টিগুণ তো দূরের কথা উল্টে শরীরের জন্য ক্ষতিকর এমন সমস্ত উপাদানই এতে মজুত থাকে। তাই সহজ জলখাবারের যত ভাল বিকল্পই হোক না কেন, এই সব নোনতা ভুলেও মুখে তোলা উচিত নয়। সংগৃহীত প্রতীকী ছবি।
advertisement
*নোনতা শরীরের জন্য কতটা অস্বাস্থ্যকর: এক কথায় এর উত্তর হল, পুরোটাই অস্বাস্থ্যকর। স্বাস্থ্যকর উপাদানের লেশমাত্র এতে নেই। নোনতা এবং প্যাকেটজাত খাবারে অত্যধিক মাত্রায় নুন, ফ্যাট এবং অ্যাডিটিভস থাকে। এসব নিয়মিত শরীরে গেলে রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়তে পারে। এমনকী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সংগৃহীত প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement